নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা রওশন এরশাদের
- আপডেট সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেন বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর অসহযোগিতা ও দলীয় নেতাদের অবমূল্যায়নের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আজ বুধবার (২৯ নভেম্বর) রাতে ঢাকার গুলশানের বাসায় অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ এই ঘোষণা দেন। তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রওশন এরশাদ বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তপসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ণ নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।
অপরদিকে প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়েছিল। কিন্তু আজ বুধবার (২৯ নভেম্বর) ফাঁকা রাখা ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী দিয়েছে দলটি। এতেই তাঁর নির্বাচনে না আসার বিষয়টি আরও পরিষ্কার হয়।
বিষয়টি জানিয়ে জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমকে বলেন, ম্যাডামের জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কেউ তার মনোনয়ন নিতে আসেননি। বুধবার (৩০ নভেম্বর) যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষদিন; তাই যেন আসন খালি না থাকে সে জন্য ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ম্যাডাম মনোনয়ন নিলে ওনাকে প্রত্যাহার করতে বলা হবে।