আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বুধবার (২৯শে নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি।
তিনি জানান, বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
চার্লস হুইটলি বলেন, সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশাকরি, বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।
বিকেল ৩টা থেকে পৌনে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনারদের সাথে বৈঠক করে ১০ সদস্যের এই দলটি।