দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন৷ এ সময় তৈমুর আলম খন্দকার জানান, বাকি ৭০ আসনে পরে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা প্রার্থী ঘোষণার সময় উপস্থিত ছিলেন না।
ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন। সাবেক সংসদ সদস্যরা হলেন- মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, লক্ষ্মীপুর-১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ, মেহেরপুর-২ আসনে আবদুল গণি এবং সিলেট-৬ আসনে দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।
এছাড়া দলের নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা মুন্সিগঞ্জ-১, মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেয়েছেন।