রওশনের আসনে মুসা সরকারকে জাতীয় পার্টির মনোনয়ন
- আপডেট সময় : ০৫:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
শেষ পর্যন্ত জাতীয় পার্টির রওশন এরশাদ ও জিএম কাদেরপন্থী নেতাদের মধ্যে বরফ আর গলল না। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ফাঁকা রাখা ময়মনসিংহ–৪ আসনে আবু মুসা সরকারকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। রওশন এরশাদের আসনে মনোনয়ন পাওয়া আবু মুসা সরকার ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।
গত সোমবার ২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করে জাতীয় পার্টি। এবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের দুটি আসন ঢাকা–১৭ এবং রংপুর–৩ থেকে দলটির মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান জিএম কাদের। এরশাদের মৃত্যুর পর ২০১৯ সালের অক্টোবরে রংপুর–৩ আসনে হওয়া উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তাঁর ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। ধারণা করা হয়েছিল, এবারও তিনি এই আসনে মনোনয়ন পাবেন। প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়।