ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুদ্ধবিরতির শেষ দিনে মুক্তি পেল ৩০ ফিলিস্তিনি, ১৬ জিম্মি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় যুদ্ধবিরতির শেষ দিনে ১০ ইসরায়েলিসহ ১৬ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিপরীতে, ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে।

কাতারের মধ্যস্থতায় চুক্তির মেয়াদ বাড়াতে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। এদিকে, সংঘাত শুরুর পর তৃতীয়বার তেল আবিব সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া, অধিকৃত পশ্চিম তীর পরিদর্শন করবেন ব্লিঙ্কেন।

এদিকে, অধিকৃত পশ্চীম তীরের জেনিনে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েল দাবি করেছে, গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করেছে এবং অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতির শেষ দিনে মুক্তি পেল ৩০ ফিলিস্তিনি, ১৬ জিম্মি

আপডেট সময় : ০৪:১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

গাজায় যুদ্ধবিরতির শেষ দিনে ১০ ইসরায়েলিসহ ১৬ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিপরীতে, ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে।

কাতারের মধ্যস্থতায় চুক্তির মেয়াদ বাড়াতে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। এদিকে, সংঘাত শুরুর পর তৃতীয়বার তেল আবিব সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া, অধিকৃত পশ্চিম তীর পরিদর্শন করবেন ব্লিঙ্কেন।

এদিকে, অধিকৃত পশ্চীম তীরের জেনিনে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েল দাবি করেছে, গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করেছে এবং অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।