ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাহান ওমরকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করার পর বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পর আজ বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে শাহজাহান ওমর বলেন, ‘গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।’

এসময় খালেদা জিয়া ও বিএনপির নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যা, আমি খালেদা জিয়ার মুক্তি চাই এখনও। বেটার অপশন রেখে আমি কেনো স্বতন্ত্র প্রার্থী হব? আমি মনে করি ১৪ ও ১৮ তে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত বলে আমি মনে করি।’

শাহজাহান ওমর আরও বলেন, ‘আমি নির্বাচনে যেতে চাই, সে যে মার্কায় হোক। যেখানে আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কি? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বুধবার জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

নিউজটি শেয়ার করুন

শাহজাহান ওমরকে বিএনপি থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করার পর বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পর আজ বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে শাহজাহান ওমর বলেন, ‘গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।’

এসময় খালেদা জিয়া ও বিএনপির নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যা, আমি খালেদা জিয়ার মুক্তি চাই এখনও। বেটার অপশন রেখে আমি কেনো স্বতন্ত্র প্রার্থী হব? আমি মনে করি ১৪ ও ১৮ তে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত বলে আমি মনে করি।’

শাহজাহান ওমর আরও বলেন, ‘আমি নির্বাচনে যেতে চাই, সে যে মার্কায় হোক। যেখানে আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কি? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বুধবার জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।