দেশের বিভিন্ন স্থানে সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে মিছিল
- আপডেট সময় : ০৪:২২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
বিএনপি ও সমমনাদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে দেশের বিভিন্ন জায়গায়। খাগড়াছড়িতে বাস, প্রাইভেটকার, সিএনজি ও পণ্যবাহী ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয় অন্তত ১৫ জন।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদল। সকালে শহরের বাজার রোডে শ্রমিকদল সাভার পৌর সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে এ মিছিল হয়।
এদিকে, খাগড়াছড়িতে হরতালের সমর্থনের জেলার বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করেছে। হরতালের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। বুধবার রাত ৯টার দিকে, মাটিরাঙ্গা বাইল্যাছড়ির যৌথ খামার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, সিএনজি ও পণ্যবাহী ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণে যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। আহত হয় বেশ কয়েকজন।
সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় মিছিল করেছে জামায়াতে ইসলাম।
এছাড়া, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবীতে হরতালের সমর্থনে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের বেউথা, আন্দারমানিক এলাকায় ও সাটুরিয়ার সড়কের দরগ্রাম এলাকায় মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার টার দিকে জেলা বিএনপির ব্যানারে মানিকগঞ্জ- হরিরামপুর সড়কের বেউথা ও আন্দারমানিক এলাকায় মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা। অপরদিকে সকাল ৭ টার দিকে মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের দরগ্রাম বাজার এলাকায় মিছিল করেছে বিএনপির ও অঙ্গসংগঠনে নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের বিভিন্ন স্লোগান দিতে থাকে।