আমি নির্বাচনী আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল: সাকিব
- আপডেট সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করায় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যালয়ে উপস্থিত হন সাকিব আল হাসান। শুক্রবার বিকাল ৪টায় কারণ দর্শানো নোটিশের জবাব দিতে স্বশরীরে মাগুরার আদালতে আসেন সাকিব। সেখানে এক ঘন্টা অবস্থান করেন তিনি।
কারণ দর্শানোর নোটিশের জবাব বের হয়ে সাংবাদিকদের সাকিব বলেন, গত ২৯ তারিখে আমি ঢাকা থেকে মাগুরায় আসলে আমার ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আমি নির্বাচনী আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে নির্বাচনে এই প্রথম ও নতুন। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে, সেদিকে আমি দৃষ্টি রাখব।
উল্লেখ্য, ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় প্রতিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়ি বহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন । তাতে জনগণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলের পথ বন্ধকরেন।
এর ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লংঘন হয়েছে। উক্ত আইন ভঙ্গের কারণে সাকিব আল হাসান স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়।