জয়ের সুবাস নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে
সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। শেষ দিনে টাইগারদের প্রয়োজন তিন উইকেট। তাইজুলের স্পিন ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৩২ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১১৩ রান। ২১৯ রানে পিছিয়ে সফরকারীরা।
সিলেটের স্পিনিং ট্র্যাকে প্রথম দিন থেকেই বল টার্ন করছিলো। চতুর্থ দিনে কিউইদের দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে সেই সুবিধা শুরুতেই কাজে লাগায় টাইগাররা বোলাররা। ৩০ রানের মধ্যেই টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের উইকেট হারায় সফরকারী দল।
ল্যাথামকে পেসার শরিফুল ইসলাম, প্রথম ইনিংসের একমাত্র সেঞ্চুরিয়ান উইলিয়ামসনকে স্পিনার তাইজুল ইসলাম ও নিকোলসকে আরেক স্পিনার মেহেদি মিরাজ ফেরান। চতুর্থ উইকেটে ডেভন কনওয়ের সঙ্গে হাল ধরতে এসে চা-বিরতি পর্যন্ত উইকেট অক্ষত রাখেন ড্যারিল মিচেল। যোগ হয় আরও ৭ রান।
এর আগে সকালে বাংলাদেশ আগের দিনের ৩ উইকেটে করা ২১২ রান ৩৩৮-এ নিয়ে লাঞ্চের পর অলআউট হয়। ৩৩১ রানের লিড পায় স্বাগতিকরা। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ১০৫, মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদি মিরাজ অপরাজিত ৫০ রান করেন। টেস্টে এটি শান্তর পঞ্চম সেঞ্চুরি আর মুশফিকের ২৭তম ও মিরাজের পঞ্চম হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ করেছিলো নিউজিল্যান্ড।