ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিজয়ের মাসে বড় জয় নারী ফুটবলারদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। এরপর এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েও অর্জনটা সুখকর হয়নি সাবিনাদের। তবে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

ঘরের মাঠ কমলাপুর স্টেডিয়ামে সিঙ্গাপুর নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০তে জিতলো সাবিনারা। দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেলো ১-০তে। নারী ফুটবলের ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে মাঠের লড়াইয়ে দাপট দেখালো বেঙ্গল টাইগ্রেসরা।

লিড মাত্র তিন মিনিটেই। পরে তহুরা খাতুনের জোড়া গোল। শেষে নিজেদের জাল অক্ষত রাখা। সব মিলিয়ে ছন্দময় ফুটবল খেলে বড় জয়ে মাঠ ছাড়ে মাসুরা-তহুরারা। ম্যাচের তিন মিনিটে সাবিনার কর্ণার থেকে আফিদা খন্দকারের হেড। বল জড়ায় জালে।

ঠিক ১৩ মিনিট পরই অর্থাৎ ম্যাচের ১৬তম মিনিটে ডিফেন্সে কাটিয়ে মারিয়া যান। মারিয়া-তহুরার বোঝাপড়ায় কলসিন্দুরের ডুয়েল ম্যাজিক। তহুরার আলতো ছোঁয়ায় বল চলে যায় জালে। ২-০ লিড বাংলাদেশের। এতেই যায় বিরতি।

বিরতিতে থেকে এসেও বল পজিশনে এগিয়ে থাকে লাল সবুজের মেয়েরা। ম্যাচের ৬০ মিনিটে তহুরার গোল। নাম্বার টেন। মাসুরার কাছে লং বলে পাস। আর গ্যালারি উন্মাতাল। সাইফুল বারি টিটু শিষ্যরা বড় জয়ে মাঠ ছাড়ে। আগামী ৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে একই মাঠে।

নিউজটি শেয়ার করুন

বিজয়ের মাসে বড় জয় নারী ফুটবলারদের

আপডেট সময় : ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। এরপর এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েও অর্জনটা সুখকর হয়নি সাবিনাদের। তবে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

ঘরের মাঠ কমলাপুর স্টেডিয়ামে সিঙ্গাপুর নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০তে জিতলো সাবিনারা। দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেলো ১-০তে। নারী ফুটবলের ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে মাঠের লড়াইয়ে দাপট দেখালো বেঙ্গল টাইগ্রেসরা।

লিড মাত্র তিন মিনিটেই। পরে তহুরা খাতুনের জোড়া গোল। শেষে নিজেদের জাল অক্ষত রাখা। সব মিলিয়ে ছন্দময় ফুটবল খেলে বড় জয়ে মাঠ ছাড়ে মাসুরা-তহুরারা। ম্যাচের তিন মিনিটে সাবিনার কর্ণার থেকে আফিদা খন্দকারের হেড। বল জড়ায় জালে।

ঠিক ১৩ মিনিট পরই অর্থাৎ ম্যাচের ১৬তম মিনিটে ডিফেন্সে কাটিয়ে মারিয়া যান। মারিয়া-তহুরার বোঝাপড়ায় কলসিন্দুরের ডুয়েল ম্যাজিক। তহুরার আলতো ছোঁয়ায় বল চলে যায় জালে। ২-০ লিড বাংলাদেশের। এতেই যায় বিরতি।

বিরতিতে থেকে এসেও বল পজিশনে এগিয়ে থাকে লাল সবুজের মেয়েরা। ম্যাচের ৬০ মিনিটে তহুরার গোল। নাম্বার টেন। মাসুরার কাছে লং বলে পাস। আর গ্যালারি উন্মাতাল। সাইফুল বারি টিটু শিষ্যরা বড় জয়ে মাঠ ছাড়ে। আগামী ৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে একই মাঠে।