ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্তর্জাতিক বাজারে আরও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে সোনার দাম। সদ্য সমাপ্ত নভেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। এর প্রভাবে মার্কিন মুদ্রা ডলারের দর কমেছে। ফলে ঊর্ধ্বমুখী সোনার বাজার। শুক্রবার (১ ডিসেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩৯ ডলার ৪২ সেন্টে।

এ নিয়ে সাপ্তাহিক ভিত্তিতে টানা ৩ সপ্তাহ উত্থানের পথে রয়েছে সোনার দাম। আর মাসিক হিসেবে দ্বিতীয় মাস গুরুত্বপূর্ণ ধাতুটির দরে উল্লম্ফন ঘটেছে। উল্লেখ্য, গত নভেম্বরে সোনার মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ৬০ ডলার। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৫৯ ডলারে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, মূল্যস্ফীতি কমে আসছে। ফলে ২০২৪ সালে সুদের হার কমাতে পারে ফেড। এ বিষয়ে আরও নিশ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই স্বর্ণের বাজার চাঙা হচ্ছে।

বৃহস্পতিবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় সামান্য বেড়েছে। পাশাপাশি গত ২ বছরের মধ্যে বার্ষিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে কম। ফলে শিগগিরিই ফেড সুদহার হ্রাস করতে পারে। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে আরও বাড়লো সোনার দাম

আপডেট সময় : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে সোনার দাম। সদ্য সমাপ্ত নভেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। এর প্রভাবে মার্কিন মুদ্রা ডলারের দর কমেছে। ফলে ঊর্ধ্বমুখী সোনার বাজার। শুক্রবার (১ ডিসেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩৯ ডলার ৪২ সেন্টে।

এ নিয়ে সাপ্তাহিক ভিত্তিতে টানা ৩ সপ্তাহ উত্থানের পথে রয়েছে সোনার দাম। আর মাসিক হিসেবে দ্বিতীয় মাস গুরুত্বপূর্ণ ধাতুটির দরে উল্লম্ফন ঘটেছে। উল্লেখ্য, গত নভেম্বরে সোনার মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ৬০ ডলার। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৫৯ ডলারে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, মূল্যস্ফীতি কমে আসছে। ফলে ২০২৪ সালে সুদের হার কমাতে পারে ফেড। এ বিষয়ে আরও নিশ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই স্বর্ণের বাজার চাঙা হচ্ছে।

বৃহস্পতিবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় সামান্য বেড়েছে। পাশাপাশি গত ২ বছরের মধ্যে বার্ষিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে কম। ফলে শিগগিরিই ফেড সুদহার হ্রাস করতে পারে। সূত্র: রয়টার্স