ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / ৪৮১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু কর্মকাণ্ডে নেতৃত্বের কণ্ঠস্বরের স্বীকৃতি এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য বিশ্বব্যাপী প্রধান অধিবক্তা হিসেবে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইওএম ও জাতিসংঘের সহায়তায় পরিচালিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবালিটি’র পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) কপ২৮ সম্মেলন চলাকালে সাইডলাইনে’র প্যাভিলিয়ানে হাই-লেভেল প্যানেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন কপ২৮ এ বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস এবং আইওএম-এর মহাপরিচালক, অ্যামি পোপ উচ্চ-পর্যায়ের প্যানেলটির সহ-আয়োজক ছিলেন।

পরে বক্তব্যকালে ডা. হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, কক্সবাজারে বাস্তুচ্যুত ৪ হাজার ৪০০ পরিবারকে পুনর্বাসনের জন্য কক্সবাজারে বিশ্বের বৃহত্তম বহুতল সামাজিক আবাসন প্রকল্প নির্মাণ করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু গতিশীলতার বিষয়টিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আলোচনায় মূলধারায় আনার এখনই সময়। বাংলাদেশ গত কয়েক বছর ধরে ঢাকায় আইওএম এবং গত বছর শারম এল শেখের সহযোগিতায় আয়োজিত দুটি সংলাপের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছে। বাংলাদেশ এটা দেখে সন্তুষ্ট যে, এখন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর একটি বিস্তৃত জোট এই ইস্যুতে চ্যাম্পিয়ন হয়েছে।

উল্লেখ্য যে, ইউএনজিএ৭৮ ক্লাইমেট মোবিলিটি সামিট চলাকালীন, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ফলে অভিবাসন এবং বাস্তুচ্যুতির বিষয়ে গুরুত্ব দিয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

পুরস্কারটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং জলবায়ু গতিশীলতা এবং এর থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ক্রমাগত সমর্থন। প্রধানমন্ত্রীর পাশাপাশি আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও বতসোয়ানা, সুরিনাম ও পালাউ এই পুরস্কার পেয়েছেন।

এর আগে কপ২৭ চলাকালীন সময়, ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার হিসেবে আফ্রিকার পাঁচজন রাষ্ট্র ও সরকার প্রধানকে পুরস্কার দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

জলবায়ু কর্মকাণ্ডে নেতৃত্বের কণ্ঠস্বরের স্বীকৃতি এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য বিশ্বব্যাপী প্রধান অধিবক্তা হিসেবে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইওএম ও জাতিসংঘের সহায়তায় পরিচালিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবালিটি’র পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) কপ২৮ সম্মেলন চলাকালে সাইডলাইনে’র প্যাভিলিয়ানে হাই-লেভেল প্যানেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন কপ২৮ এ বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস এবং আইওএম-এর মহাপরিচালক, অ্যামি পোপ উচ্চ-পর্যায়ের প্যানেলটির সহ-আয়োজক ছিলেন।

পরে বক্তব্যকালে ডা. হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, কক্সবাজারে বাস্তুচ্যুত ৪ হাজার ৪০০ পরিবারকে পুনর্বাসনের জন্য কক্সবাজারে বিশ্বের বৃহত্তম বহুতল সামাজিক আবাসন প্রকল্প নির্মাণ করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু গতিশীলতার বিষয়টিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আলোচনায় মূলধারায় আনার এখনই সময়। বাংলাদেশ গত কয়েক বছর ধরে ঢাকায় আইওএম এবং গত বছর শারম এল শেখের সহযোগিতায় আয়োজিত দুটি সংলাপের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছে। বাংলাদেশ এটা দেখে সন্তুষ্ট যে, এখন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর একটি বিস্তৃত জোট এই ইস্যুতে চ্যাম্পিয়ন হয়েছে।

উল্লেখ্য যে, ইউএনজিএ৭৮ ক্লাইমেট মোবিলিটি সামিট চলাকালীন, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ফলে অভিবাসন এবং বাস্তুচ্যুতির বিষয়ে গুরুত্ব দিয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

পুরস্কারটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং জলবায়ু গতিশীলতা এবং এর থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ক্রমাগত সমর্থন। প্রধানমন্ত্রীর পাশাপাশি আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও বতসোয়ানা, সুরিনাম ও পালাউ এই পুরস্কার পেয়েছেন।

এর আগে কপ২৭ চলাকালীন সময়, ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার হিসেবে আফ্রিকার পাঁচজন রাষ্ট্র ও সরকার প্রধানকে পুরস্কার দেয়া হয়েছে।