Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ শিরোপা জিতলো জার্মানি, কাঁদলো ফ্রান্স

আসরের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে অবশেষে শিরোপা ঘরে তুললো জার্মানির কিশোর দল। হাড্ডাহাড্ডি ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি। জমজমাট ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে কপাল পোড়ে ফরাসী কিশোরদের।

শনিবার (২ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার সুরাকার্তার স্তাদিয়ন মানাহানে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারার জার্মানি। ১০ জনের দল হয়েও শেষ শট জালে পাঠিয়ে উৎসবে মেতে ওঠে জার্মান কিশোররা।

ফাইনাল ম্যাচের ২৯ মিনিটে প্রথমবার এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার ব্রুনার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে দার্ভিচের গোলে ব্যবধান ২-০ করে জার্মানী।

তবে ২ গোলে পিছিয়ে পড়েও থেমে যায়নি ফরাসীরা। ৫৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন বাওব্রি। এতে দ্রুতই লড়াইয়ে ফেরে ফ্রান্স। এরপর জার্মান ডিফেন্সে আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। ম্যাচের শেষ সময়ে ফ্রান্সকে ম্যাচের সমতায় ফেরান আমাগৌ। এর আগে ম্যাচের ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মানির উইনার্স ওসায়ি।

টাইব্রেকারে ফ্রান্স প্রথম শটে গোল পেলেও মিস করে জার্মানি। পরে দুদলই গোল পায়। তৃতীয় শটে জার্মানি গোল পেলে মিস করে ফ্রান্স। স্কোর বোর্ড দাঁড়ায় ২-২। এরপর আবার জার্মানি গোল পায়, ফ্রান্স মিস করে। এখানেই এগিয়ে যায় জার্মানি। পরের দুটি শটে একবার করে গোল পায় ফ্রান্স ও জার্মানি। ৬টি শুটআউটে ৪টি গোল পায় জার্মানি ৩টি গোল পায় ফ্রান্স। জার্মানি এবারই প্রথম শিরোপা জিতলো।

বিশ্বকাপ শিরোপা জিতলো জার্মানি, কাঁদলো ফ্রান্স

আপডেট : ০৫:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

আসরের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে অবশেষে শিরোপা ঘরে তুললো জার্মানির কিশোর দল। হাড্ডাহাড্ডি ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি। জমজমাট ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে কপাল পোড়ে ফরাসী কিশোরদের।

শনিবার (২ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার সুরাকার্তার স্তাদিয়ন মানাহানে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারার জার্মানি। ১০ জনের দল হয়েও শেষ শট জালে পাঠিয়ে উৎসবে মেতে ওঠে জার্মান কিশোররা।

ফাইনাল ম্যাচের ২৯ মিনিটে প্রথমবার এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার ব্রুনার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে দার্ভিচের গোলে ব্যবধান ২-০ করে জার্মানী।

তবে ২ গোলে পিছিয়ে পড়েও থেমে যায়নি ফরাসীরা। ৫৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন বাওব্রি। এতে দ্রুতই লড়াইয়ে ফেরে ফ্রান্স। এরপর জার্মান ডিফেন্সে আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। ম্যাচের শেষ সময়ে ফ্রান্সকে ম্যাচের সমতায় ফেরান আমাগৌ। এর আগে ম্যাচের ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মানির উইনার্স ওসায়ি।

টাইব্রেকারে ফ্রান্স প্রথম শটে গোল পেলেও মিস করে জার্মানি। পরে দুদলই গোল পায়। তৃতীয় শটে জার্মানি গোল পেলে মিস করে ফ্রান্স। স্কোর বোর্ড দাঁড়ায় ২-২। এরপর আবার জার্মানি গোল পায়, ফ্রান্স মিস করে। এখানেই এগিয়ে যায় জার্মানি। পরের দুটি শটে একবার করে গোল পায় ফ্রান্স ও জার্মানি। ৬টি শুটআউটে ৪টি গোল পায় জার্মানি ৩টি গোল পায় ফ্রান্স। জার্মানি এবারই প্রথম শিরোপা জিতলো।