ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচার স্যান্ড্রা ডে ও’কনর মারা গেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) ৯৩ বছর বয়সে তিনি মারা যান। ও’কনর তিন ছেলে ও ছয়জন নাতি রয়েছে। তার স্বামী ২০০৯ সালে মারা যায়। খবর বিবিসি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাঃসকষ্টজনিত সমস্যাসহ আরও বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগন বিচারপতি ও’কনরকে আমেরিকার উচ্চ আদালতে নিয়োগ দিয়েছিলেন। তিনি দীর্ঘ ২৪ বছর বিচারপতি হিসেবে কাজ করেছেন। ২০০৬ সালে তিনি অবসরে যান।

ও’কনর স্বামীর সেবা করার জন্য বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন। তার স্বামী মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন। পরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার স্থলে বিচারপতি স্যামুয়েল আলিটোকে স্থালাভিষিক্ত করেন।

মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এক বিবৃতিতে ও’কনরকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আমেরিকান কন্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি মার্কিন নাগরিকদের প্রথম নারী বিচারপতি ছিলেন।

রবার্ট আরও বলেন, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ও’কনর বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে তিনি স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন।

সাবেক এই নারী বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি আর নেই

আপডেট সময় : ০৫:৪৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচার স্যান্ড্রা ডে ও’কনর মারা গেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) ৯৩ বছর বয়সে তিনি মারা যান। ও’কনর তিন ছেলে ও ছয়জন নাতি রয়েছে। তার স্বামী ২০০৯ সালে মারা যায়। খবর বিবিসি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাঃসকষ্টজনিত সমস্যাসহ আরও বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগন বিচারপতি ও’কনরকে আমেরিকার উচ্চ আদালতে নিয়োগ দিয়েছিলেন। তিনি দীর্ঘ ২৪ বছর বিচারপতি হিসেবে কাজ করেছেন। ২০০৬ সালে তিনি অবসরে যান।

ও’কনর স্বামীর সেবা করার জন্য বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন। তার স্বামী মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন। পরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার স্থলে বিচারপতি স্যামুয়েল আলিটোকে স্থালাভিষিক্ত করেন।

মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এক বিবৃতিতে ও’কনরকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আমেরিকান কন্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি মার্কিন নাগরিকদের প্রথম নারী বিচারপতি ছিলেন।

রবার্ট আরও বলেন, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ও’কনর বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে তিনি স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন।

সাবেক এই নারী বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি অর্জন করেন।