বিএনপি আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২ ডিসেম্বর) ধানমন্ডি তিনের এতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের হুমকি, হরতাল-অবরোধ, সন্ত্রাস-আগুন সন্ত্রাস কোন কিছু মানুষকে নির্বাচন বিমুখ করতে পারেনি। বিএনপি আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। তাদের ডাকে যারা মাঠে নেমেছিল তারাও হতাশ। ভবিষ্যতে তাদের ডাকে আর কেউ আন্দোলনে আসবে না।
বিএনপির অভিযোগ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের দল ভাঙ্গতে যায়নি। দল ভাঙ্গার রাজনীতি আওয়ামী লীগ করে না। তাদের ভুল রাজনীতির কারণে শাহ জাহান ওমর মত অনেক নেতাই মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আগের জনপ্রিয়তা নেই।
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কেন্দ্রিক প্রার্থীদের সমস্ত সংঘাত- সংঘর্ষের দায় কমিশনের। আওয়ামী লীগ কমিশনের সব সিদ্ধান্ত মেনে নিবে।