ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০৫ জন
- আপডেট সময় : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০৫ জন। আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৬ জন। গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায়ও তুলনামূলক কম ছিল শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। সেসময়ে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয় আর আক্রান্ত ৪৬৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ শনিবার (২ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৯ জন। আর ৪৬৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে ১২৯ জন ঢাকা সিটির। আর বাকি ৪১৭ জন ঢাকার বাইরের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন লাখ ১২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ আট হাজার ১১৩ জন। আর ঢাকার বাইরের দুই লাখ চার হাজার ৮৫১ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ সাত হাজার ৯১৯ জন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬২৯ জন। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৯৪২ জন এবং ঢাকার বাইরে মারা গেছে ৬৮৭ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
এদিকে, ৩০ নভেম্বর সকাল ৮টার বিজ্ঞপ্তি বলছে, তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত সাত রোগী মারা যায়। এ সময়ে হাসপাতালে ভর্তি হয় ৮৭৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় (২৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু, একই সময়ে ৯৬৮ জন হাসপাতালে ভর্তি হয়। ২৮ তারিখ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল চার, এ সময়ে হাসপাতালে ভর্তি হয় ৯৫৯ জন। ২৭ তারিখ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু ও ৯২০ জন শনাক্ত হয়।