০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে বিএনপিসহ সমমনাদের ৪৮ ঘণ্টার অবরোধ।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে আজ রোববার (৩ ডিসেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‍্যাবের ৪৩৫টি টহল দল মোতায়েন রয়েছে। এরমধ্যে রাজধানীতেই রয়েছে ১৪১টি। আজ সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক বার্তায় এ তথ্য জানয়েছেন।

রাজধানী ঢাকায় সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। ঢাকায় অবরোধের কোনো প্রভাব দেখা যায়নি। রোববার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট, মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও এলাকায় অন্যদিনের মতোই যান চলাচল করতে দেখা গেছে। এসব এলাকার সড়কে নির্বিঘ্নে ঘুরছে গাড়ির চাকা। কোনো পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি। এদিন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সড়কে সতর্ক পাহারায় দেখা যায়নি।

বাস চালকরা জানান, কোথাও কোনো বাধার মুখে পড়েননি। কমতি ছিল না যাত্রীরও। অন্য দিনের মতোই খোলা রয়েছে দোকান-পাট, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান।

সকালে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অফিসগামী যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সড়কে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতো।

অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা গেছে।

৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও সমমনাদের নেতা-কর্মীরা। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় মানিকগঞ্জের হরিরামপুরে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সরকার তড়িঘড়ি করে যে তামাশার নির্বাচন করতে চাচ্ছে তা কোনোদিনও হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা। অবরোধ সমর্থনে মেহেরপুরের আমঝুপি খোকসা এলাকায় মিছিল শেষে সড়ক অবরোধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা-বগুড়া রোডের বহুলী বাজারে মিছিল করেছে সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াত ও ছাত্রশিবির।

অবরোধের আগের রাতে (শনিবার) রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ি, গাবতলী ও মিরপুরে ৪ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতীটোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে, রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহন নামের একটি বাসে, মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দুতলা বাসে এবং রাত সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। তবে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহন ও গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহনের বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

এদিকে, যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতী টোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাসের ভেতরের সবগুলো সিট পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

গাজীপুরের কালিয়াকৈরে রড বোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক দগ্ধ ও সহকারী আহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকায় লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাক চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে টাঙ্গাইলগামী লেনে পৌঁছা মাত্র কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে ট্রাকটির পেছনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটির সামনের কেবিনের অংশ, বডি বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চলন্ত ট্রাকে আগুন দেওয়ায় চালক দগ্ধ ও সহযোগী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চালক ও সহকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দগ্ধ ট্রাকচালককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাট চকগৌরী এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে হাট চকগৌরী এলাকায় আমজাদ চেয়ারম্যানের চালকলের সামনে মালামালবিহীন ট্রাকটি দাঁড় করানো ছিল। সাড়ে ৯টার দিকে ওই ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে বালু ও পানি দিয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের বেশ কিছু অংশ পুড়ে যায়।

দিনাজপুরের কাহারোলে একটি ধান বোঝাই করা চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেছে। আহত হয়েছেন ট্রাকটির চালক ও হেলপার। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার কাহরোল উপজেলার রামপুরা বাজারে এ ঘটনা ঘটে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে কাহারোল উপজেলার রামপুরা বাজারে কয়েকজন ট্রাকটিতে ঢিল ছুড়ে গতি রোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তড়িঘড়ি করে নামতে গিয়ে ট্রাকের চালক আনিস রহমান ও হেলপার মফিজুল ইসলাম আহত হন।

শনিবার (২ ডিসেম্বর) অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। আগারগাঁওয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মশাল মিছিল হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডক্টর খন্দকার বাবলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর, পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর, ষষ্ঠ দফায় ২২ ও ২৩ নভেম্বর, সপ্তম দফায় ২৬ ও ২৭ নভেম্বর এবং অষ্টম দফায় ২৯ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়। এছাড়া গত ১৯ নভেম্বর ভোর ৬টা থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

আপডেট : ০৫:৫১:২৯ পূর্বাহ্ন, রোববার, ৩ ডিসেম্বর ২০২৩

তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে বিএনপিসহ সমমনাদের ৪৮ ঘণ্টার অবরোধ।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে আজ রোববার (৩ ডিসেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‍্যাবের ৪৩৫টি টহল দল মোতায়েন রয়েছে। এরমধ্যে রাজধানীতেই রয়েছে ১৪১টি। আজ সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক বার্তায় এ তথ্য জানয়েছেন।

রাজধানী ঢাকায় সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। ঢাকায় অবরোধের কোনো প্রভাব দেখা যায়নি। রোববার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট, মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও এলাকায় অন্যদিনের মতোই যান চলাচল করতে দেখা গেছে। এসব এলাকার সড়কে নির্বিঘ্নে ঘুরছে গাড়ির চাকা। কোনো পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি। এদিন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সড়কে সতর্ক পাহারায় দেখা যায়নি।

বাস চালকরা জানান, কোথাও কোনো বাধার মুখে পড়েননি। কমতি ছিল না যাত্রীরও। অন্য দিনের মতোই খোলা রয়েছে দোকান-পাট, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান।

সকালে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অফিসগামী যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সড়কে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতো।

অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা গেছে।

৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও সমমনাদের নেতা-কর্মীরা। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় মানিকগঞ্জের হরিরামপুরে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সরকার তড়িঘড়ি করে যে তামাশার নির্বাচন করতে চাচ্ছে তা কোনোদিনও হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা। অবরোধ সমর্থনে মেহেরপুরের আমঝুপি খোকসা এলাকায় মিছিল শেষে সড়ক অবরোধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা-বগুড়া রোডের বহুলী বাজারে মিছিল করেছে সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াত ও ছাত্রশিবির।

অবরোধের আগের রাতে (শনিবার) রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ি, গাবতলী ও মিরপুরে ৪ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতীটোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে, রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহন নামের একটি বাসে, মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দুতলা বাসে এবং রাত সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। তবে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহন ও গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহনের বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

এদিকে, যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতী টোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাসের ভেতরের সবগুলো সিট পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

গাজীপুরের কালিয়াকৈরে রড বোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক দগ্ধ ও সহকারী আহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকায় লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাক চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে টাঙ্গাইলগামী লেনে পৌঁছা মাত্র কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে ট্রাকটির পেছনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটির সামনের কেবিনের অংশ, বডি বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চলন্ত ট্রাকে আগুন দেওয়ায় চালক দগ্ধ ও সহযোগী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চালক ও সহকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দগ্ধ ট্রাকচালককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাট চকগৌরী এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে হাট চকগৌরী এলাকায় আমজাদ চেয়ারম্যানের চালকলের সামনে মালামালবিহীন ট্রাকটি দাঁড় করানো ছিল। সাড়ে ৯টার দিকে ওই ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে বালু ও পানি দিয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের বেশ কিছু অংশ পুড়ে যায়।

দিনাজপুরের কাহারোলে একটি ধান বোঝাই করা চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেছে। আহত হয়েছেন ট্রাকটির চালক ও হেলপার। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার কাহরোল উপজেলার রামপুরা বাজারে এ ঘটনা ঘটে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে কাহারোল উপজেলার রামপুরা বাজারে কয়েকজন ট্রাকটিতে ঢিল ছুড়ে গতি রোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তড়িঘড়ি করে নামতে গিয়ে ট্রাকের চালক আনিস রহমান ও হেলপার মফিজুল ইসলাম আহত হন।

শনিবার (২ ডিসেম্বর) অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। আগারগাঁওয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মশাল মিছিল হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডক্টর খন্দকার বাবলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর, পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর, ষষ্ঠ দফায় ২২ ও ২৩ নভেম্বর, সপ্তম দফায় ২৬ ও ২৭ নভেম্বর এবং অষ্টম দফায় ২৯ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়। এছাড়া গত ১৯ নভেম্বর ভোর ৬টা থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি।