বাংলাদেশের মেয়েদের নতুন ইতিহাস
- আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগেও জিতেছে বাংলাদেশ। তবে সেটা ছিল ঘরের মাঠে। আজ দক্ষিণ আফ্রিকার মাটিতে তাই ইতিহাস হলো। বেনোনিতে স্বাগতিক দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথমে ১৪৯ রান তোলে। তাড়া করতে নেমে খুব ভালো অবস্থানে থাকলেও স্বর্ণা আক্তারের স্পিনের সামনে শেষ দিকে পথ হারায় দলটি। ২ উইকেট হাতে থাকলেও ১৩৬ রানে থেমেছে দলটি।
শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন ওপেনিং জুটিতে ৪৪ রান এনে দেন। শামিমা ২৪ রানে ফিরলেও সোবহানাকে নিয়ে দ্বিতীয় উইকেটে আরও ৩৯ রান এনে দিয়েছেন মুর্শিদা। সোবহানা ফিরে যান ১৩তম ওভারে। ইনিংসের বাকি সময়ে আর কোনো ব্যাটাওকে নামতে হয়নি। ৫৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬২ রানে অপরাজিত ছিলেন মুর্শিদা। ২১ বলে ৩৪ রান করতে ৬টি চার মেরেছেন অধিনায়ক জ্যোতি।
১৫০ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল দারুণ। পাওয়ার প্লেতে বিনা উইকেটেই ৫৪ রান তুলে ফেলেন দুই ওপেনার আনেকে বসচ ও তাজমিন ব্রিটস। পাওয়ার প্লের পর রান তোলার গতি হারিয়ে ফেলে স্বাগতিক দল। পরের ৪ ওভারে মাত্র ১৫ রান আসে। অধিনায়ক ব্রিটসও ফিরে যান ৩০ রান করে।
সে ধাক্কা সামলে ২ উইকেটে ১০৪ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ২৮ বলে ৪৬ রান দরকার ছিল স্বাগতিকদের। কিন্তু বাংলাদেশের স্পিনাররা কোনো সুযোগ দেয়নি। সুন লাসকে ফিরিয়ে দিয়ে স্বর্ণা শুরু করেন ধংসযজ্ঞ।
একটু পর বসচকেও ফিরিয়ে দিলে ম্যাচ বাংলাদেশের দিকে হেলে পড়ে। ৪৯ বলে ৬৭ রান করা বসচ যখন আউট হচ্ছেন, তখন ১৬ বলে ২৭ রান দরকার ছিল। কিন্তু বাকি সময়ে ১৩ রান তুলতে আরও ৪ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। ২৮ রানে ৫ উইকেট পেয়েছেন স্বর্ণা।
আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কিম্বার্লিতে। তৃতীয় টি-টোয়েন্টি একই ভেন্যুতে ৮ ডিসেম্বর। এরপর ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনি-আলাদা আলাদা তিনটি ভেন্যুতে বাংলাদেশ স্বাগতিকদের মুখোমুখি হবে।
ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যাম্পিয়নশিপের সেরা ছয়টি দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত।