দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে আছেন বিকল্পধারার প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীও (মাহি বি চৌধুরী)। আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপন এই তথ্য জানিয়েছেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম পর্বে ওই আসনের ১১জন প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বাতিলের তালিকায় মাহি বি চৌধুরী ছাড়াও আছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির। ভোটার তালিকা গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়। আর বিএনএম থেকে মনোনীত ফরিদ হোসেনের সমর্থনকারী স্থানীয় নয় বলে বাতিল হয়ে যায় তার মনোনয়নপত্র।
রিটার্নিং কর্মকর্তা জানান, বিকল্পধারার প্রার্থী মাহি বি চৌধুরীর মনোনয়ন ঋণ খেলাপির কারণে বাতিল হয়।