ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পয়েন্ট ভাগাভাগি করলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। রবিবার (৩ ডিসেম্বর) লিগে ম্যানচেস্টার সিটি টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট খুঁইয়েছে। টটেনহাম ৩-৩ গোলে রুখে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

লিভারপুলের সঙ্গে ১-১’এ ও চেলসির সঙ্গে ৪-৪’এ ড্র করা সিটিকে এবার তাদের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়েছে টটেনহাম। শিরোপা ধরে রাখার মিশনে সিটি ১৪ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে আর্সেনালের কাছে তিন ও লিভারপুলের কাছে এক পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে।

ম্যাচের ৬ মিনিটেই সিটির জালে বল পাঠিয়ে টটেনহ্যামকে এগিয়ে নেন কোরিয়ান তারকা সন হিউন ম্যান। কিন্তু ঠিক তিন মিনিট পরই এই সন নিজেদের জালে বল পাঠালে স্কোর সমতায় ফেরে। পরে ম্যাচের ৩০ মিনিটে ফোডেনের গোলে এগিয়ে থেকে ২-১ স্কোরে বিরতিতে যায় সিটি।

ফেরার পরও চলে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে ৬৯ মিনিটে লো সেলসোর গোলে সমতায় ফেরে স্পার্সরা। শেষ দশ মিনিটে আবার গোল-পাল্টা গোল চলে। ৮১ মিনিটে সিটিকে এগিয়ে নেন জ্যাক গ্রিয়ালিস। পরে ৯০ মিনিটে গোল শোধ করেন দেজান কুলুসভেস্কি। ৩-৩ স্কোরেই শেষ বাশি বাজান রেফারি।

নিউজটি শেয়ার করুন

পয়েন্ট ভাগাভাগি করলো ম্যানসিটি

আপডেট সময় : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। রবিবার (৩ ডিসেম্বর) লিগে ম্যানচেস্টার সিটি টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট খুঁইয়েছে। টটেনহাম ৩-৩ গোলে রুখে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

লিভারপুলের সঙ্গে ১-১’এ ও চেলসির সঙ্গে ৪-৪’এ ড্র করা সিটিকে এবার তাদের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়েছে টটেনহাম। শিরোপা ধরে রাখার মিশনে সিটি ১৪ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে আর্সেনালের কাছে তিন ও লিভারপুলের কাছে এক পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে।

ম্যাচের ৬ মিনিটেই সিটির জালে বল পাঠিয়ে টটেনহ্যামকে এগিয়ে নেন কোরিয়ান তারকা সন হিউন ম্যান। কিন্তু ঠিক তিন মিনিট পরই এই সন নিজেদের জালে বল পাঠালে স্কোর সমতায় ফেরে। পরে ম্যাচের ৩০ মিনিটে ফোডেনের গোলে এগিয়ে থেকে ২-১ স্কোরে বিরতিতে যায় সিটি।

ফেরার পরও চলে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে ৬৯ মিনিটে লো সেলসোর গোলে সমতায় ফেরে স্পার্সরা। শেষ দশ মিনিটে আবার গোল-পাল্টা গোল চলে। ৮১ মিনিটে সিটিকে এগিয়ে নেন জ্যাক গ্রিয়ালিস। পরে ৯০ মিনিটে গোল শোধ করেন দেজান কুলুসভেস্কি। ৩-৩ স্কোরেই শেষ বাশি বাজান রেফারি।