ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নভেম্বর মাসে কমেছে রপ্তানি আয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অক্টোবরের পর গত নভেম্বরেও রপ্তানি আয় কমেছে। গত মাসে রপ্তানি আয় এসেছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলার। গত বছরের একই মাসের তুলনায় কমেছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। গতকাল সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয় এসেছে ২২ দশমিক ২৩ বিলিয়ন ডলার। আগের বছর একই সময়ে এ পরিমাণ ছিল ২১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

নভেম্বর পর্যন্ত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ৯ দশমিক ২৩ শতাংশ। তবে গত বছরের তুলনায় এ সময় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৩০ শতাংশ।

নভেম্বরে মার্কিন ডলারের দরপতন হয়েছে সবচেয়ে বেশি। এ সময়ে বৈশ্বিক এ মুদ্রাটির ৩ দশমিক ৭ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। বিশ্বব্যাপী প্রচলিত প্রধান প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের এ দরপতন হয়েছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ডলারের দরপতন হওয়ার খবরটি আমদানিনির্ভর ও ডলারে ঋণ পরিশোধ করে এমন দেশগুলোকে স্বস্তি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নভেম্বর মাসে কমেছে রপ্তানি আয়

আপডেট সময় : ০৮:০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

অক্টোবরের পর গত নভেম্বরেও রপ্তানি আয় কমেছে। গত মাসে রপ্তানি আয় এসেছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলার। গত বছরের একই মাসের তুলনায় কমেছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। গতকাল সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয় এসেছে ২২ দশমিক ২৩ বিলিয়ন ডলার। আগের বছর একই সময়ে এ পরিমাণ ছিল ২১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

নভেম্বর পর্যন্ত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ৯ দশমিক ২৩ শতাংশ। তবে গত বছরের তুলনায় এ সময় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৩০ শতাংশ।

নভেম্বরে মার্কিন ডলারের দরপতন হয়েছে সবচেয়ে বেশি। এ সময়ে বৈশ্বিক এ মুদ্রাটির ৩ দশমিক ৭ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। বিশ্বব্যাপী প্রচলিত প্রধান প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের এ দরপতন হয়েছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ডলারের দরপতন হওয়ার খবরটি আমদানিনির্ভর ও ডলারে ঋণ পরিশোধ করে এমন দেশগুলোকে স্বস্তি দিয়েছে।