ভোটার থাকলে আওয়ামী লীগ ফ্যাক্টর হবে না: চুন্নু
- আপডেট সময় : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিত হতে পারলে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার দলটির বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে এখনো শঙ্কায় রয়েছে জাতীয় পার্টি। তবে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না পেলে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেন্দ্রে ভোটার উপস্থিত হতে পারলে নির্বাচনে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর হবে না।
চুন্নু বলেন, নির্বাচন কমিশনের আশ্বাসে ভোটে এসেছে জাতীয় পার্টি। কমিশনের ওপর আস্থা রাখা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো পরিকল্পনা নেই।
জাতীয় পার্টি ২৮৮ আসনে মনোনয়ন দিলেও ৭ জন মনোনয়ন দাখিলে ব্যর্থ হয়। এছাড়া সারা দেশে ৯ জনের প্রার্থিতা বাতিল হওয়ায় প্রার্থীর সংখ্যা এখন ২৭২।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ–জাতীয় পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রার্থীরা এবার নির্বাচনে আসছেন। অন্যদিকে, বিএনপিসহ ১২টি রাজনৈতিক দলের কোনো প্রার্থী এই নির্বাচনে নেই।
গতকাল সোমবার শেষ হয়েছে মনোনয়ন যাচাই–বাছাই। ইসি জানায়, ২ হাজার ৭১৬ জনের মধ্যে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর ১ হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিলের শুনানি হবে।