ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে চলছে ইসরাইলের বোমাবর্ষণ। উত্তরাঞ্চলের দুটি স্কুলে ইসরাইলের বিমান হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই স্কুল দুটিতে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলো।
দক্ষিণ গাজাতেও স্থল অভিযান জোরদার করেছে ইসরাইল। সেখানে ঢুকে পড়েছে ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যান। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের এক পঞ্চমাংশ খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।
বোমা হামলার কারণে গাজাজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ হয়ে গেছে। গত ৭ই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের হামলায় গাজায় প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।