ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় ১৪ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) থাইল্যান্ডের রাজ্য পরিবহন কোম্পানি এ তথ্য জানায়। খবর এনডিটিভি

থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারাচুপ খিরি খানে গতকাল মধ্য রাতে এ দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের রাষ্ট্রীয় মিডিয়া থাইপিবিএস এর খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ দুই ভাগ হয়ে গেছে।

বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পুলিশ। এএফপি নিউজ এজেন্সিকে পুলিশ জানিয়েছে, চালক পর্যাপ্ত না ঘুমানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া যাত্রীদের মধ্যে কোনো বিদেশি পর্যটক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাইল্যান্ডে। দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডের পাহাড়ি অঞ্চলে বাস দুর্ঘটনায় চারজন নিহত সহ আহত হয় ৩৪ জন। এছাড়া ২০১৪ সালে বাসা দুর্ঘটনায় প্রাণ হারায় ১৫ জন। যার অধিকাংশ ছিল স্কুল শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আপডেট সময় : ০৮:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় ১৪ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) থাইল্যান্ডের রাজ্য পরিবহন কোম্পানি এ তথ্য জানায়। খবর এনডিটিভি

থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারাচুপ খিরি খানে গতকাল মধ্য রাতে এ দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের রাষ্ট্রীয় মিডিয়া থাইপিবিএস এর খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ দুই ভাগ হয়ে গেছে।

বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পুলিশ। এএফপি নিউজ এজেন্সিকে পুলিশ জানিয়েছে, চালক পর্যাপ্ত না ঘুমানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া যাত্রীদের মধ্যে কোনো বিদেশি পর্যটক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাইল্যান্ডে। দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডের পাহাড়ি অঞ্চলে বাস দুর্ঘটনায় চারজন নিহত সহ আহত হয় ৩৪ জন। এছাড়া ২০১৪ সালে বাসা দুর্ঘটনায় প্রাণ হারায় ১৫ জন। যার অধিকাংশ ছিল স্কুল শিক্ষার্থী।