১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চলছে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দশম দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, সমমনা দল ও জোটগুলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ভোর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। সর্বাত্মক এ অবরোধ চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অবরোধের কোনো প্রভাব পড়েনি রাজধানী ঢাকায়। সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সকাল ছয়টায় শুরু হওয়া ৪৮ ঘণ্টার এই কর্মসূচি চলবে আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সড়ক মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে নাশকতা ঠেকাতে সারাদেশে টহলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিএনপির ডাকা অবরোধ, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় মোট তিনটি যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত যানবাহনে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাইবান্ধায় একটি ও শেরপুরে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসব যানবাহনের আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ২৫ জন কর্মী কাজ করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা চৌরাস্তায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই রাত ১২টা ৪০ মিনিটের দিকে শেরপুরের নয়মাইলে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকার আফতাব নগরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে আজ (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৫টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে—বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ড ভ্যান ২১টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৩টি।

অবরোধের সমর্থনে রাজশাহীতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল করা হয়।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিটি হাট রোডের ডাবতলার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে, জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের জেল-জুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহজাহান খান।

জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১০ম দফা অবরোধের ১ম দিনে রাজধানীর খিলগাঁও, মাতুয়াইল, শ্যামপুর, গেন্ডারিয়া, ধানমণ্ডিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। সড়ক অবরোধকালে একথা বলেন তিনি।

রাজধানীর খিলগাঁও সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুর রহমান সাজুর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ এবং জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলাম, নাইম হোসাইনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এ. আর. ফারুকীর নেতৃত্বে রাজধানীতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

রাজধানীর গেন্ডারিয়ায় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য মোতাসিম বিল্লাহর নেতৃত্বে মিছিল ও অবরোধে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি থানার নায়েবে আমীর হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এম এ আলী, জাহেন তাজ, মাহবুবুর রহমান, গোলাম সারোয়ার, জোবায়দুর রহমান, আবু নুসাইব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার সকালে খিলগাঁওয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি বিআরটিসির। এরপর সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

এর আগে গত সোমবার দিবাগত রাতে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা অমি প্লাস নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, দিনাজপুর বাস টার্মিনালে রাত আড়াইটার দিকে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নয়মাইল হাট এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বগুড়ার দুপচাঁচিয়া থেকে খড়বোঝাই করে একটি ট্রাক পাবনায় যাচ্ছিল। রাত একটার দিকে নয়মাইল এলাকায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ট্রাকটির পথরোধ করে কেবিনের কাঁচ ভাঙচুর করে। পরে খড়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মুন্সীগঞ্জে ঝটিকা মিছিল করেছেন জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার সড়কে এ মিছিল করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

মিছিলে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে অবরোধের সমর্থনে স্লোগান দেন তারা।

সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে দশমবারের মতো অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এদিকে অবরোধের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন দলটির নেতারা। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মশাল মিছিল করেন দলটির নেতারা। কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফেনী, নারায়ণগঞ্জ, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়।

অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে, প্রথম দিনের অবরোধের সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের উপস্থিতি কম। সড়কে যানচলাচলও স্বাভাবিক দিনের চেয়ে কম।

অবরোধের সমর্থনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

চলছে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি

আপডেট : ০৫:২৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দশম দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, সমমনা দল ও জোটগুলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ভোর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। সর্বাত্মক এ অবরোধ চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অবরোধের কোনো প্রভাব পড়েনি রাজধানী ঢাকায়। সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সকাল ছয়টায় শুরু হওয়া ৪৮ ঘণ্টার এই কর্মসূচি চলবে আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সড়ক মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে নাশকতা ঠেকাতে সারাদেশে টহলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিএনপির ডাকা অবরোধ, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় মোট তিনটি যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত যানবাহনে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাইবান্ধায় একটি ও শেরপুরে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসব যানবাহনের আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ২৫ জন কর্মী কাজ করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা চৌরাস্তায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই রাত ১২টা ৪০ মিনিটের দিকে শেরপুরের নয়মাইলে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকার আফতাব নগরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে আজ (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৫টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে—বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ড ভ্যান ২১টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৩টি।

অবরোধের সমর্থনে রাজশাহীতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল করা হয়।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিটি হাট রোডের ডাবতলার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে, জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের জেল-জুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহজাহান খান।

জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১০ম দফা অবরোধের ১ম দিনে রাজধানীর খিলগাঁও, মাতুয়াইল, শ্যামপুর, গেন্ডারিয়া, ধানমণ্ডিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। সড়ক অবরোধকালে একথা বলেন তিনি।

রাজধানীর খিলগাঁও সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুর রহমান সাজুর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ এবং জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলাম, নাইম হোসাইনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এ. আর. ফারুকীর নেতৃত্বে রাজধানীতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

রাজধানীর গেন্ডারিয়ায় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য মোতাসিম বিল্লাহর নেতৃত্বে মিছিল ও অবরোধে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি থানার নায়েবে আমীর হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এম এ আলী, জাহেন তাজ, মাহবুবুর রহমান, গোলাম সারোয়ার, জোবায়দুর রহমান, আবু নুসাইব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার সকালে খিলগাঁওয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি বিআরটিসির। এরপর সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

এর আগে গত সোমবার দিবাগত রাতে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা অমি প্লাস নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, দিনাজপুর বাস টার্মিনালে রাত আড়াইটার দিকে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নয়মাইল হাট এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বগুড়ার দুপচাঁচিয়া থেকে খড়বোঝাই করে একটি ট্রাক পাবনায় যাচ্ছিল। রাত একটার দিকে নয়মাইল এলাকায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ট্রাকটির পথরোধ করে কেবিনের কাঁচ ভাঙচুর করে। পরে খড়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মুন্সীগঞ্জে ঝটিকা মিছিল করেছেন জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার সড়কে এ মিছিল করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

মিছিলে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে অবরোধের সমর্থনে স্লোগান দেন তারা।

সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে দশমবারের মতো অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এদিকে অবরোধের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন দলটির নেতারা। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মশাল মিছিল করেন দলটির নেতারা। কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফেনী, নারায়ণগঞ্জ, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়।

অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে, প্রথম দিনের অবরোধের সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের উপস্থিতি কম। সড়কে যানচলাচলও স্বাভাবিক দিনের চেয়ে কম।

অবরোধের সমর্থনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।