ধারাভাষ্যকার হিসেবে অভিষেক তামিমের
- আপডেট সময় : ০৮:৪০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ৪২৩ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে জাতীয় দলের অভিজ্ঞ তামিম ইকবাল খানের।
আজ বুধবার (৬ই ডিসেম্বর) ১২টা ৪০ মিনিটে ২য় সেশনে শুরু করেন ধারাভাষ্য। দুই স্লটে ধারাভাষ্য দিচ্ছেন তামিম। প্রথম ভাগে ১২ টা ৪০ মিনিট থেকে ১ টা ১০ মিনিট ও দ্বিতীয় ভাগে ১ টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত।
জাতীয় দলের এই ওপেনার ধারাভাষ্য রুম থেকে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তার ধারাভাষ্যের সময় হাত দিয়ে বল ফিরিয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছেন।
আপাতত কোমরের পুরাতন চোটের জন্য আপাতত মাঠের বাইরে আছেন তামিম। সেই সুবাদেই ঘুরে গেলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। এর আগেও অবশ্য তামিমকে কণ্ঠ দিতে শোনা গিয়েছে।
তামিম ইকবাল অনেক আগেই জানিয়েছিলেন ক্রিকেট ছাড়ার পর কমেন্ট্রিতেই খানিক আগ্রহ পান তিনি। এমনকি ২০২৪ বিশ্বকাপে ধারাভাষ্যকক্ষে তাকে দেখা যেতে পারে এমন আভাসও দিয়ে রেখেছেন টাইগারদের সাবেক অধিনায়ক।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে দলের বাইরে তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার কদিন আগে জানিয়েছেন, বিপিএলের আগামী আসর দিয়ে মাঠে ফিরবেন তিনি। তার আগে অবশ্য অন্য ভূমিকায় দেখা যাবে তামিমকে।
ধারাভাষ্য নিয়ে তামিমের ভালো লাগার ব্যাপারটা সবার জানা। বিভিন্ন সময়ে তামিম নিজেই এটা জানিয়েছেন। এটাও জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে ধারাভাষ্যকার হিসেবে দেখতে চান।