ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ধামরাই–সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। পুলিশ নিহতদের মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত নাম–পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানাস্ট্যান্ড ও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস রেষারেষি করে ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা ৩ জন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন আরও দুজন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন মোটরসাইকেলে থাকা এক আরোহী।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে। এছাড়া সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক ও সহকারী।’

নিউজটি শেয়ার করুন

ধামরাই–সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। পুলিশ নিহতদের মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত নাম–পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানাস্ট্যান্ড ও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস রেষারেষি করে ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা ৩ জন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন আরও দুজন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন মোটরসাইকেলে থাকা এক আরোহী।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে। এছাড়া সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক ও সহকারী।’