যুক্তরাষ্ট্রের লাসভেগাসে বন্দুকধারীর হামলায় ৪জন নিহত
- আপডেট সময় : ০৭:৫০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নেভাদায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। নেভাদার লাসভেগাস শহরে ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। পরে হামলাকারী নিজেও নিহত হয় বলে জানানো হয়েছে।
রয়টার্স বলছে, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। এছাড়া সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।
ইউনিভার্সিটি পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের বিষয়ে জানার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ‘তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং সন্দেহভাজনের মুখোমুখি হয়’। সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়েছে বলেও জানান তিনি।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, গোলাগুলির পর পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোয় তল্লাশি চালিয়েছে। মানুষের জন্য এখন আর কোনও হুমকি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, ২০১৭ সালে একটি সংগীত উৎসবে এক বন্দুকধারীর গুলিতে ৬০ জন নিহত হন। এ বছর যুক্তরাষ্ট্রে ৬০০টিরও বেশি গুলির ঘটনা ঘটেছে।