রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ৪৬৩ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ। নির্ধারিত তারিখ অনুযায়ী ২০২৪ সালের ১৭ মার্চ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এই দিনক্ষণ চূড়ান্ত হয়।
চেম্বারের প্রধান ভ্যালেন্টিনা ম্যাটভিয়েনকো জানান, কার্যত প্রেসিডেন্টের প্রচারণা শুরু করে সিনেটররা সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্তে তারিখটি অনুমোদন করেছেন। বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আছেন ভ্লাদিমির পুতিন। ২০১২ সাল থেকে হয়তো প্রধানমন্ত্রী নয়তো রাষ্ট্রপতি পদে আছেন পুতিন। ছয় বছর পর পর রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।