ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪৮৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের জুন–জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই আসরে প্রথমবারের মত ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর আগে এত বড় পরিসরে কোনো ইভেন্ট আয়োজন করেনি। এটিকে বলা যায়, ক্রিকেটের বৈশ্বায়নের পথে প্রথম ধাপ।

আসন্ন এই আসরের লোগো উন্মোচিত হলো আজ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে দেড় মিনিটের একটি ভিডিওতে লোগো উন্মোচন করে আইসিসি।

আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে লোগো তৈরি হয়েছে স্বতন্ত্রসূচক প্রতীকে। আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে এতে।

প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি বানানো হয়েছে-ব্যাট, বল ও শক্তি! এই তিনের সৃজনশীল সংমিশ্রণ টি–টোয়েন্টি ক্রিকেটের মূল উপদানগুলোর প্রতীক।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন ব্র্যান্ড হিসেবে বিশ্বে পরিচিতি পাবে। এমনটায় বিশ্বাস করেন সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং।

তিনি বলেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের ক্রিকেট ভক্তদের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন দৃশ্যমান পরিচিতি সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করে।’

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

২০২৪ সালের জুন–জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই আসরে প্রথমবারের মত ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর আগে এত বড় পরিসরে কোনো ইভেন্ট আয়োজন করেনি। এটিকে বলা যায়, ক্রিকেটের বৈশ্বায়নের পথে প্রথম ধাপ।

আসন্ন এই আসরের লোগো উন্মোচিত হলো আজ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে দেড় মিনিটের একটি ভিডিওতে লোগো উন্মোচন করে আইসিসি।

আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে লোগো তৈরি হয়েছে স্বতন্ত্রসূচক প্রতীকে। আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে এতে।

প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি বানানো হয়েছে-ব্যাট, বল ও শক্তি! এই তিনের সৃজনশীল সংমিশ্রণ টি–টোয়েন্টি ক্রিকেটের মূল উপদানগুলোর প্রতীক।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন ব্র্যান্ড হিসেবে বিশ্বে পরিচিতি পাবে। এমনটায় বিশ্বাস করেন সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং।

তিনি বলেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের ক্রিকেট ভক্তদের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন দৃশ্যমান পরিচিতি সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করে।’