দেশে প্রথমবার নারী ফায়ার ফাইটার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৪১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ৪৪৯ বার পড়া হয়েছে
দেশে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে প্রথমবার যুক্ত হলো নারী ফায়ার ফাইটার। আজ বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) ১৫ জন নারী সদস্যকে নিয়ে প্রথম ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে দুপুরে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি বলেন, বিশ্বের অনেক দেশে নারী ফায়ার ফাইটার না থাকলেও বাংলাদেশ এই উদ্যোগ নিয়েছে। অগ্নিনির্বাপণসহ প্রতিটি দুর্যোগের সময়ে নারী ফায়ার ফাইটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।