নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়নি: ইসি আলমগীর
- আপডেট সময় : ১০:৩৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইসি আলমগীর বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয়, তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই উল্লেখ করে মো. আলমগীর বলেন, উল্টো নির্বাচন কমিশনই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করে যাচ্ছে, যাতে সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা যায়।
বিএনপির নির্বাচনে আসা নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করে দেখা যেতে পারে। আমরা যা কিছুই করি আমাদের সংবিধানের আলোকে করতে হবে।’
আসন্ন নির্বাচনে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন বলে জানান ইসি আলমগীর।
অনুষ্ঠানে জেলা প্রসাশক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খরা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে ৭ নভেম্বর।
এদিকে নিজেদের দাবিতে অনড় বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ–জাতীয় পার্টিসহ মোট ২৯টি দল এ নির্বাচনে অংশ নিচ্ছে।