ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে। বিশ্বের কিছু কিছু মানবাধিকার সংগঠন আছে যারা মানবাধিকার নিয়ে ব্যবসা করে। তারা মানবাধিকারের কথা বলে কোনো কোনো দেশকে দমিয়ে রাখার চেষ্টা করে। কোনো কোনো সন্ত্রাসীর পক্ষ নিয়ে এসব সংগঠন সোচ্চার থাকলেও তারা যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে সেসব নিয়ে এসব মানবাধিকার সংগঠন কিছু বলে না বলেও অভিযোগ করেন মন্ত্রী।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশেও কিছু বিবৃতিজীবী আছে, যাদের বিবৃতি দেয়াটাই পেশা। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব বিবৃতিজীবীদের দেখা যাচ্ছে না। তাদের বিবৃতি হারিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের খুঁজছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা সারাবিশ্বে আমাদের দেশের মানবাধিকারের কথা বলে বেড়ায় তারা ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যা তাকিয়ে তাকিয়ে দেখছে। ইসরায়েল যাতে হামলা জোরদার করতে পারে সেজন্য সামরিক সহায়তাও দিচ্ছে। কিন্তু এ নিয়ে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো ও বিবৃতিজীবীরা নিশ্চুপ। মানুষ তাদের খুঁজছে।

নিউজটি শেয়ার করুন

মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে। বিশ্বের কিছু কিছু মানবাধিকার সংগঠন আছে যারা মানবাধিকার নিয়ে ব্যবসা করে। তারা মানবাধিকারের কথা বলে কোনো কোনো দেশকে দমিয়ে রাখার চেষ্টা করে। কোনো কোনো সন্ত্রাসীর পক্ষ নিয়ে এসব সংগঠন সোচ্চার থাকলেও তারা যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে সেসব নিয়ে এসব মানবাধিকার সংগঠন কিছু বলে না বলেও অভিযোগ করেন মন্ত্রী।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশেও কিছু বিবৃতিজীবী আছে, যাদের বিবৃতি দেয়াটাই পেশা। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব বিবৃতিজীবীদের দেখা যাচ্ছে না। তাদের বিবৃতি হারিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের খুঁজছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা সারাবিশ্বে আমাদের দেশের মানবাধিকারের কথা বলে বেড়ায় তারা ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যা তাকিয়ে তাকিয়ে দেখছে। ইসরায়েল যাতে হামলা জোরদার করতে পারে সেজন্য সামরিক সহায়তাও দিচ্ছে। কিন্তু এ নিয়ে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো ও বিবৃতিজীবীরা নিশ্চুপ। মানুষ তাদের খুঁজছে।