ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি প্রোটোকল ছাড়াই কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুদিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান তিনি।

পরে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘরোয়াভাবে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহ উদ্দিন, শেখ তন্ময় তার সঙ্গে ছিলেন।

এদিকে স্বাভাবিক সময়ে সরকারি গাড়ি থাকলেও, এবারের সফরে শেখ হাসিনাকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে দেখা যাচ্ছে৷ গাড়িবহরও সীমিত। অন্য সময় সরকারি সুবিধা থাকলেও, এবার তার গাড়িতে কোনো জাতীয় পতাকাও নেই৷ অনেকটা ব্যতিক্রমী এ গাড়িবহর দেখে অবাক হচ্ছেন সবাই।

মূলত সেদিক থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন রাষ্ট্রীয় প্রটোকল নিচ্ছেন না। ব্যবহার করছেন না সরকারি গাড়ি। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, সে দিকটি বেশ ভালোভাবেই লক্ষ রাখছেন তিনি। এমনকি নেতাকর্মীদেরও নির্বাচনী আচরণবিধি মানার ওপর জোর দিচ্ছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান। নিজ বাড়িতে রাতযাপন করেন তিনি। সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আজ (শুক্রবার) সকাল ১০টার কিছু আগে সীমিত গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া থেকে তার নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় পৌঁছান৷

নিউজটি শেয়ার করুন

সরকারি প্রোটোকল ছাড়াই কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

দুদিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান তিনি।

পরে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘরোয়াভাবে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহ উদ্দিন, শেখ তন্ময় তার সঙ্গে ছিলেন।

এদিকে স্বাভাবিক সময়ে সরকারি গাড়ি থাকলেও, এবারের সফরে শেখ হাসিনাকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে দেখা যাচ্ছে৷ গাড়িবহরও সীমিত। অন্য সময় সরকারি সুবিধা থাকলেও, এবার তার গাড়িতে কোনো জাতীয় পতাকাও নেই৷ অনেকটা ব্যতিক্রমী এ গাড়িবহর দেখে অবাক হচ্ছেন সবাই।

মূলত সেদিক থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন রাষ্ট্রীয় প্রটোকল নিচ্ছেন না। ব্যবহার করছেন না সরকারি গাড়ি। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, সে দিকটি বেশ ভালোভাবেই লক্ষ রাখছেন তিনি। এমনকি নেতাকর্মীদেরও নির্বাচনী আচরণবিধি মানার ওপর জোর দিচ্ছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান। নিজ বাড়িতে রাতযাপন করেন তিনি। সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আজ (শুক্রবার) সকাল ১০টার কিছু আগে সীমিত গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া থেকে তার নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় পৌঁছান৷