সৌদিতে যুদ্ধবিমান বিধ্বস্ত, সব সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৭:৫০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
সৌদি আরবে প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রশিক্ষণ মিশনের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা সব সেনা নিহত হয়েছেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহরানের কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।
এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।