আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন ঘটেছে
- আপডেট সময় : ০৯:৫৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৪১২ বার পড়া হয়েছে
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন ঘটেছে। এ নিয়ে ৪ সপ্তাহের মধ্যে এই প্রথম নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমলো। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হওয়ায় এই নিম্নমুখিতা তৈরি হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, কিছুদিন পরই কর্মসংস্থান তথা চাকরির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। যার ওপর নির্ভর করে আগামী মার্চে সুদের হার কমানো যাবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের দর হ্রাস পেয়েছে।
অবশ্য আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য শূন্য দশমিক ২ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩১ ডলার ৩১ সেন্টে। তবে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে ২ শতাংশ।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে স্বর্ণের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২০৪৮ ডলারের। তবে এই সপ্তাহে বেঞ্চমার্কটি বড় দর হারিয়েছে।
গত সোমবার আউন্সে স্বর্ণের দাম উঠেছিল ২১৩৫ ডলার ৪০ সেন্টে। বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ফেডের সুদহার কমানোর আভাসে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল। তবে কোন সময়ের মধ্যে কমাবে তা নিশ্চিত নয়। ফলে ওই দিন থেকে এদিন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম কমেছে প্রায় ১০০ ডলার।
ওএএনডিএ’র এশিয়া প্যাসিফিকের সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, এখনও প্রতি আউন্স স্বর্ণের দর ২০০৬ ডলারের ওপরে রয়েছে। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী পে-রোল ডেটা দুঃসময়ের বন্ধু ধাতুটির মূল্য হ্রাস করতে পারে।