৩২ ওভারেই শেষ তৃতীয় দিনের খেলা

- আপডেট সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৪৬০ বার পড়া হয়েছে

আলোকস্বল্পতার কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। এদিন খেলা হয়েছে মাত্র ৩২ ওভার।
প্রথম টেস্টে বড় জয়ে লিড নেয় বাংলাদেশ দল। তাই দ্বিতীয় টেস্টটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়। মিরপুর টেস্টের প্রথম দিন খেলা কম হয় ১১ ওভারের। দ্বিতীয় দিন ভেসে যায় বৃষ্টিতে।
আজ শুক্রবার তৃতীয় দিনে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়। বিকাল সোয়া ৫টা পর্যন্ত খেলা চলার কথা ছিল। তবে আলে কম থাকায় তা আর হয়ে উঠেনি। দুই ঘণ্টা আগেই বন্ধ হয় খেলা। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
তৃতীয় দিনে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করেছিল কিউইরা। গ্লেন ফিলিপসের ৮৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। তারা ৮ রানের লিড নেয়। এছাড়া কাইল জেমিসন ২০ আর টিম সাউদি করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নেন তিনটি করে উইকেট।
জবাবে ব্যাটে নেমে ৩৮ রানে বাংলাদেশ দুই উইকেট হারানোর পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। মাহমুদুল হাসান ২ রান ও নাজমুল ইসলাম করেন ১৫ রান। এখন মাঠে আছেন জাকির হাসান আর মুমিনুল হক। নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ এগিয়ে ৩০ রানে।