ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বইছে ঠান্ডা বাতাস, শীতের তীব্রতা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীসহ সারা দেশে বইছে হিমেল হাওয়া। ফলে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হয়, বয়ে যায় ঘণ্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। মূলত তার পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা। চলতি মাসেই দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও আরো কমে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

সারা দেশের আজ শনিবার ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা কমবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আজকে রাজধানী ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শীত জেঁকে বসার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি। তবে আগামী ১৫ ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমে যেতে পারে। যার ফলে এ মাসের শেষের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান নাজমুল হক।

আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসের স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া চলতি মাসের মাঝামাঝি দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ০৮-১২ কি. মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

বইছে ঠান্ডা বাতাস, শীতের তীব্রতা বাড়ছে

আপডেট সময় : ০২:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

রাজধানীসহ সারা দেশে বইছে হিমেল হাওয়া। ফলে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হয়, বয়ে যায় ঘণ্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। মূলত তার পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা। চলতি মাসেই দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও আরো কমে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

সারা দেশের আজ শনিবার ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা কমবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আজকে রাজধানী ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শীত জেঁকে বসার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি। তবে আগামী ১৫ ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমে যেতে পারে। যার ফলে এ মাসের শেষের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান নাজমুল হক।

আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসের স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া চলতি মাসের মাঝামাঝি দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ০৮-১২ কি. মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।