ভারতে মোমবাতি কারখানায় আগুন, নিহত ৬
- আপডেট সময় : ০৬:১৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৮ বার পড়া হয়েছে
ভারতে একটি মোমবাতি কারখানায় আগুন লেগে ৬ জন নিহত ও ৮জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার মাহারাষ্ট্র রাজ্যের পুনের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় এ অগ্নিকাণ্ড হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কমিশনার শেখর সিং বলেন, গতকাল দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পাওয়ামাত্র তালাওয়াদে অবস্থিত কারখানাটিতে ফায়ার সার্ভিসের কর্মীবাহিনী পাঠানো হয়। ফায়ার সার্ভির কর্মীরা ইতিমধ্যে আগুন নিভিয়ে ফেলেছে।
কমিশনার শেখর সিং আরও জানান, কারখানাটিতে জন্মদিনের মোমবাতি (স্ফুলিঙ্গ বের হয় এমন মোমবাতি) তৈরি করা হয় বলে জানা গেছে। তবে আগুন নিভিয়ে ফেলা হলেও আগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে পুনে এবং পিম্পরি চিঞ্চওয়াড় পৌর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমিশনার শেখর সিং বলেন, অগ্নিকাণ্ডের কারণে কারখানাটিতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানাটিতে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।