গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৫:৫৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রস্তাবটি তোলা হয়।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ যুদ্ধে এ পর্যন্ত ১৭ হাজার ৪৮৭ জন ফিলিস্তিনি মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির সহপৃষ্ঠপোষক ছিল অন্তত ৯৭টি দেশ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৩টি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেটো দিলে প্রস্তাবটি আটকে যায়। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো একটি বিপক্ষে ভোট দিলে প্রস্তাব পাস করা যায় না।
যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত রবার্ট উড বলেন, ‘এটি ভারসাম্যপূর্ণ নয়। এতে বাস্তবতা প্রতিফলিত হয়নি।’
এদিকে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার কড়া সমালোচনা করেছে রাশিয়া। এ কারণে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত দিমিত্রি পোলিয়ানস্কি।
এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের জন্য জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ প্রয়োগ করেন।
৯৯ অনুচ্ছেদের আওতায় জাতিসংঘ মহাসচিব এমন যে কোনও বিষয় নিরাপত্তা পরিষদের নজরে আনতে পারেন, যেটিকে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য হুমকি হতে পারে বলে মনে করেন।