বিরোধীশূন্য মাঠে আরেক মেয়াদের ক্ষমতায় সিসি
- আপডেট সময় : ০৬:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৪১৫ বার পড়া হয়েছে
তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে মিসরের প্রাক্তন সামরিক প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির পথ পরিস্কার। দেশিটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার এক দশক পর রোববার (১০ ডিসেম্বর) থেকে তৃতীয় মেয়াদের নির্বাচন শুরু হবে। প্রতিবেশী গাজায় যুদ্ধ এবং ক্ষয়িষ্ণু অর্থনীতির মধ্য দিয়ে সময় পার করছে মিসর। এরকম পরিস্থিতিতে হতে যাওয়া নির্বাচনে আবারও ক্ষমতায় বসবেন সিসি। খবর-রয়টার্স
মিসরের রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ছবিযুক্ত বিলবোর্ড-পোস্টারে রাস্তা ছেয়ে গেছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচারে অন্য কোনো প্রার্থীর উপস্থিতি টের পাওয়া বস্তুত দুষ্কর। ৬৯ বছর বয়সী সাবেক এই সেনাপ্রধান বেসামরিক উর্দি চড়িয়ে ‘বিরোধীশূন্য’ মাঠে আরেক মেয়াদে ক্ষমতায় আসার যাবতীয় বন্দোবস্তই পাকা করেছেন। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সিসির প্রচারের এসব ব্যানার-ফেস্টুনের অর্থ জোর করে সংগ্রহ করার অভিযোগ উঠেছে।
বিভিন্ন খাতের ব্যবসার সঙ্গে জড়িতদের সিসির প্রচারণায় অর্থ ব্যয় করতে চাপ দেওয়া হচ্ছে। আর নির্বাচন যাতে ভোটার উপস্থিতি কমে না যায়, তা নিয়ে বিশেষতভাবে তৎপর প্রশাসন।
আরব বসন্তের গণবিক্ষোভে মিসরের দীর্ঘকালের শাসক হোসনি মোবারকের পতন হলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। পরে তাকে উৎখাত করে আবদেল ফাত্তাহ আল-সিসি ২০১৪ সালে ক্ষমতা দখল করেন। ২০১৮ সালে কঠোর নিয়ন্ত্রণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি।
সিসির সমর্থক ও মিসরের আইনসভার সদস্য গোউদা বলেন, ‘শহরগুলোতে যত ব্যানার দেখা যাচ্ছে তার সবই প্রেসিডেন্টের প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ।’
মিসরের আইনসভার বৃহত্তম দল নেশনস ফিউচার পার্টি (এনএফপি) সিসির সরকারকে সমর্থন দিয়ে আসছে। এবারের নির্বাচনে সিসি ছাড়াও লড়ছেন আরও তিনজন। তারা হলেন- ওয়াফদ পার্টির নেতা আবদেল সানাদ ইয়ামামা এবং মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফরিদ জাহরান এবং রিপাবলিকান পিপল পার্টির নেতা হাজেম ওমর। তবে এসব নেতাদের কেউ মনোযোগ আকর্ষণ করতে পারেননি।
বামপন্থি নেতা আহমেদ তানতাওয়ি সিসিবিরোধী রাজনৈতিক পরিসরের সমর্থন পেয়ে আসছিলেন। গত মাসে তিনিও নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান, যা তরুণদের বেশ হতাশ করে। তানতাওয়ি ও তার সহযোগীরা এখন প্রতারণার মামলায় বিচারের মুখোমুখি।