যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে অথচ গাজার ঘটনায় চুপ : রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৭:৩০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব জায়গায় মানবাধিকার নিয়ে কথা বলে, অথচ গাজার ঘটনায় চুপ কেন? সব ধরনের সংঘাতের স্থায়ী সমাধান এবং নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমি অনুরোধ জানাই।
রাজধানীর ইন্টারকন্টিন্টোলে আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনাসভায় রাষ্ট্রপতি একথা বলেন। আলোচনাসভায় আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। এবছরের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার।’
রাষ্ট্রপতি বলেন, মার্কিনিরা আমাদের যেন আর মানবাধিকার না শেখায়, বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে। যারা আমাদের মানবাধিকার শেখায়, তাদের মাস্টার বাংলাদেশ। বাংলাদেশ তাদের শেখাবে। তোমরা পরতে পরতে মানবাধিকার লঙ্ঘন করছো। সারা বিশ্বের সংঘাত সৃষ্টি করছো। তোমাদের আমরা শেখাবো মানবাধিকার কীভাবে রক্ষা করতে হয়।
তিনি আরও বলেন, জাতিসংঘে যখন গাঁজার যুদ্ধবিরতির প্রস্তাব এলো, এই মানবাধিকারের ফেরিওয়ালারা সেখানে বাধা দিলো। আজকে বিশ্ব বিবেক কোথায়? আজকে সারা পৃথিবীতে মানবাধিকার দিবস পালন করি, চোখের সামনে কত নির্মমভাবে গাঁজায় মানুষকে, মুসলমানকে শেষ করে দেওয়া হচ্ছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে, সারা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে। একযোগে এগিয়ে আসতে হবে।