ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, সংস্কারের পাশাপাশি সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন জরুরি : তারেক রহমান

গাজার মতো পরিণতি হবে লেবাননের: নেতানিয়াহু

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করলে বৈরুতকে (লেবাননের রাজধানী) গাজায় পরিণত করা হবে।’

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তর সীমান্তে একজন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস হয়েছে। এরপরই হিজবুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন করে হিজবুল্লাহ। লেবাননের এ সংগঠনটিকে সমর্থন দেয় ইরান। হিজবুল্লাহ বলেছে, গত বৃহস্পতিবার ১১টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে লেবাননের সীমান্তঘেঁষা গ্রাম মাত্তাতের একটি ইসরায়েলি ব্যারাক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরায়েল বলেছে, হিজবুল্লাহর হামলার জবাবে তাদের একটি কমান্ড সেন্টারে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে।

গত শুক্রবার লেবানন সীমান্তবর্তী সেনা ব্যারাক পরিদর্শনে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, ‘হিজবুল্লাহ যদি সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয়, তবে তারা নিজ হাতে বৈরুত ও দক্ষিণ লেবাননে গাজা ও খান ইউনিসের মতো পরিণতি ডেকে আনবে।’

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ব্যক্তি একজন কৃষক। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এ হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামামের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

ইসরায়েল–হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজা থেকে ২০০ কিলোমিটার দূরে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থন দেয় এবং লেবানন সীমান্তজুড়ে টহলে থাকা ইসরায়েলি সেনাদের ওপর হামলা করতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

গাজার মতো পরিণতি হবে লেবাননের: নেতানিয়াহু

আপডেট সময় : ০৬:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করলে বৈরুতকে (লেবাননের রাজধানী) গাজায় পরিণত করা হবে।’

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তর সীমান্তে একজন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস হয়েছে। এরপরই হিজবুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন করে হিজবুল্লাহ। লেবাননের এ সংগঠনটিকে সমর্থন দেয় ইরান। হিজবুল্লাহ বলেছে, গত বৃহস্পতিবার ১১টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে লেবাননের সীমান্তঘেঁষা গ্রাম মাত্তাতের একটি ইসরায়েলি ব্যারাক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরায়েল বলেছে, হিজবুল্লাহর হামলার জবাবে তাদের একটি কমান্ড সেন্টারে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে।

গত শুক্রবার লেবানন সীমান্তবর্তী সেনা ব্যারাক পরিদর্শনে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, ‘হিজবুল্লাহ যদি সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয়, তবে তারা নিজ হাতে বৈরুত ও দক্ষিণ লেবাননে গাজা ও খান ইউনিসের মতো পরিণতি ডেকে আনবে।’

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ব্যক্তি একজন কৃষক। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এ হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামামের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

ইসরায়েল–হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজা থেকে ২০০ কিলোমিটার দূরে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থন দেয় এবং লেবানন সীমান্তজুড়ে টহলে থাকা ইসরায়েলি সেনাদের ওপর হামলা করতে শুরু করে।