০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

যুবাদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ভারত অনুর্ধ্ব-১৯ দলের ১৮৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে আরিফুল ইসলামের ৯৪ ও আহরার আমিনের ৪৪ রানের সৌজন্যে ৪৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

রোববার শিরোপা জয়ের মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে আমিরাতের যুবারা।

দুবাইতে আইসিসির প্লে গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত সব উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি পায়। জবাবে ব্যাটিংয়ে নেমে দশ ওভারের মধ্যে মাত্র ৩৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে হাল ধরেন আরিফুল। অন্য প্রান্তে থেকে তাঁকে যোগ্য সঙ্গ দেন আহরার। দুজনে মিলে ১৩৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে বিপদমুক্ত করেন। তবে আরিফুলের দুর্ভাগ্য, সেঞ্চুরিটা পেলেন না।

দলীয় ১৭২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৯০ বলে ৯ চার ও ৪ ছয়ে ৯৪ রান করা আরিফুল যখন প্যাভিলিয়নের পথ ধরেন, বাংলাদেশ জয় থেকে মাত্র ১৭ রান দূরে।

ম্যাচ যখন বাংলাদেশের দিকে হেলে, তখন জোড়া আঘাত হানেন ভারতের পেসার নামান তিওয়ারি। মাত্র উইকেটে আসা মোহাম্মদ শিহাব জেমসের (৯) পর আমিনকেও (৪৪) ফেরান তিওয়ারি।

তাতে অবশ্য বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি ভারত। ৪৩ বল হাতে রেখেই বাংলাদেশে জিতিয়ে মাঠ ছাড়েন রাব্বি (৩) ও জীবন (২)।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ৪২.৪ ওভারে ১৮৮/১০ (আদর্শ ২, কুলকার্নি ১, মলিয়া ১৯, উদয় ০, শচীন ১৬, মুশির ৫০, অভিনিশ ০, মুরুগান ৬২, পান্ডে ১, রাজ ১১, তিওয়ারি ৬; মারুফ ১০-১-৪১-৪, ইমন ৯-১-৩১-০, বর্ষন ৭-০-৩৯-২, রিজওয়ান ২-০-১২-০, জীবন ৮.৪-০-২৯-২, রাব্বি ৬-০-৩৩-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৪২.৫ ওভারে ১৮৯/৬ (শিবলী ৭, জিসান ০, রিজওয়ান ১৩, আরিফুল ৯৪, আহরার ৪৪, শিহাব ৯, রাব্বি ৩, জীবন ২ ; রাজ ১০-১-৪৭-২, তিওয়ারি ৯-১-৩৫-৩, পান্ডে ১০-২-৪৪-০, কুলকার্নি ৭.৫-০-১৯-০, মুরুগান ৪-০-২২-০, মুশির ২-০-১৪-০)

ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চার উইকেটে জয়ী।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৫:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

যুবাদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ভারত অনুর্ধ্ব-১৯ দলের ১৮৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে আরিফুল ইসলামের ৯৪ ও আহরার আমিনের ৪৪ রানের সৌজন্যে ৪৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

রোববার শিরোপা জয়ের মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে আমিরাতের যুবারা।

দুবাইতে আইসিসির প্লে গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত সব উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি পায়। জবাবে ব্যাটিংয়ে নেমে দশ ওভারের মধ্যে মাত্র ৩৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে হাল ধরেন আরিফুল। অন্য প্রান্তে থেকে তাঁকে যোগ্য সঙ্গ দেন আহরার। দুজনে মিলে ১৩৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে বিপদমুক্ত করেন। তবে আরিফুলের দুর্ভাগ্য, সেঞ্চুরিটা পেলেন না।

দলীয় ১৭২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৯০ বলে ৯ চার ও ৪ ছয়ে ৯৪ রান করা আরিফুল যখন প্যাভিলিয়নের পথ ধরেন, বাংলাদেশ জয় থেকে মাত্র ১৭ রান দূরে।

ম্যাচ যখন বাংলাদেশের দিকে হেলে, তখন জোড়া আঘাত হানেন ভারতের পেসার নামান তিওয়ারি। মাত্র উইকেটে আসা মোহাম্মদ শিহাব জেমসের (৯) পর আমিনকেও (৪৪) ফেরান তিওয়ারি।

তাতে অবশ্য বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি ভারত। ৪৩ বল হাতে রেখেই বাংলাদেশে জিতিয়ে মাঠ ছাড়েন রাব্বি (৩) ও জীবন (২)।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ৪২.৪ ওভারে ১৮৮/১০ (আদর্শ ২, কুলকার্নি ১, মলিয়া ১৯, উদয় ০, শচীন ১৬, মুশির ৫০, অভিনিশ ০, মুরুগান ৬২, পান্ডে ১, রাজ ১১, তিওয়ারি ৬; মারুফ ১০-১-৪১-৪, ইমন ৯-১-৩১-০, বর্ষন ৭-০-৩৯-২, রিজওয়ান ২-০-১২-০, জীবন ৮.৪-০-২৯-২, রাব্বি ৬-০-৩৩-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৪২.৫ ওভারে ১৮৯/৬ (শিবলী ৭, জিসান ০, রিজওয়ান ১৩, আরিফুল ৯৪, আহরার ৪৪, শিহাব ৯, রাব্বি ৩, জীবন ২ ; রাজ ১০-১-৪৭-২, তিওয়ারি ৯-১-৩৫-৩, পান্ডে ১০-২-৪৪-০, কুলকার্নি ৭.৫-০-১৯-০, মুরুগান ৪-০-২২-০, মুশির ২-০-১৪-০)

ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চার উইকেটে জয়ী।