ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরলো ৩ প্রাণ

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাত এলাকায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সোবহানের ছেলে শামছুল ইসলাম (৪৫), টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হরিপুর উত্তরপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০) এবং জামালপুর পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার মুনু মিয়ার ছেলে সুজা মিয়া (৩২)। শামছুল ইসলাম ও আনোয়ার হোসেন দুজনই ব্যবসায়ী সবজি ব্যবসায়ী এবং সুজা মিয়া পিবআপ ভ্যানের চালক। আহতরা হলেন– জালাল উদ্দিন, মো.ওজি, মৌসুমী, সুজা মন্ডল, শরিফা ও শহিদুল ইসলাম।

এদিকে আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় পিকআপ ভ্যানের চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, আজ শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজ নামে একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লাগে পিকআপ ভ্যানের পেছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে। এতে তিনজনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন।

মোহাম্মদ কামাল হোসেন আরও জানান, ঘটনার পরপরই বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারীকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরলো ৩ প্রাণ

আপডেট সময় : ০৮:৩২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাত এলাকায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সোবহানের ছেলে শামছুল ইসলাম (৪৫), টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হরিপুর উত্তরপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০) এবং জামালপুর পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার মুনু মিয়ার ছেলে সুজা মিয়া (৩২)। শামছুল ইসলাম ও আনোয়ার হোসেন দুজনই ব্যবসায়ী সবজি ব্যবসায়ী এবং সুজা মিয়া পিবআপ ভ্যানের চালক। আহতরা হলেন– জালাল উদ্দিন, মো.ওজি, মৌসুমী, সুজা মন্ডল, শরিফা ও শহিদুল ইসলাম।

এদিকে আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় পিকআপ ভ্যানের চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, আজ শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজ নামে একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লাগে পিকআপ ভ্যানের পেছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে। এতে তিনজনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন।

মোহাম্মদ কামাল হোসেন আরও জানান, ঘটনার পরপরই বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারীকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।