ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি বোমা হামলায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। সামের আবুদাকা নামের ওই সাংবাদিক আল জাজিরার আরবি বিভাগে ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন। এ হামলায় আহত হয়েছেন আল-জাজিরা আরবির গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল দাহদুহ। গত অক্টোবরে ইসরায়েলি হামলায় তাঁর স্ত্রী ও সন্তান নিহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গতকাল শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটেছে।

চিকিৎসকেরা জানিয়েছে, বোমা হামলায় সাংবাদিক সামের আবুদাকা গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এ ছাড়া বাহুতে আঘাত পাওয়া দাহদুহকে স্থানীয় নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল জাজিরার সাংবাদিক নিহত হওয়া ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যে তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)।

এর আগে গত ২৬ অক্টোবর দক্ষিণ গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় সাংবাদিক ওয়ায়েল দাহদুহর স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও এক নাতি মারা যান। ওই সময় তিনি গাজা থেকে ইসরায়েলি হামলার সরাসরি সংবাদ সম্প্রচার করছিলেন।

ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। গত ১৩ অক্টোবর ইসরায়েলের দিক থেকে ছোড়া ট্যাংকের গোলার আঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত ও আরও ছয় সাংবাদিক আহত হন।

এদিকে সাংবাদিকদের আন্তর্জাতি সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট দাবি করেছে, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার থেকে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত ৩১জন সাংবাদিক নিহত হয়েছেন। নিউ ইয়র্কভিত্তিক সংগঠনটি জানিয়েছে, নিহত সাংবাদিকদের মধ্যে ২৬জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি ও একজন লেবানিজ রয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজা উপত্যকা নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দুই মাসের বেশি সময় ধরে চলা গাজা অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৫০ হাজার ৫৯৪ জন।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

আপডেট সময় : ০৬:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

ইসরায়েলি বোমা হামলায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। সামের আবুদাকা নামের ওই সাংবাদিক আল জাজিরার আরবি বিভাগে ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন। এ হামলায় আহত হয়েছেন আল-জাজিরা আরবির গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল দাহদুহ। গত অক্টোবরে ইসরায়েলি হামলায় তাঁর স্ত্রী ও সন্তান নিহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গতকাল শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটেছে।

চিকিৎসকেরা জানিয়েছে, বোমা হামলায় সাংবাদিক সামের আবুদাকা গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এ ছাড়া বাহুতে আঘাত পাওয়া দাহদুহকে স্থানীয় নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল জাজিরার সাংবাদিক নিহত হওয়া ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যে তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)।

এর আগে গত ২৬ অক্টোবর দক্ষিণ গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় সাংবাদিক ওয়ায়েল দাহদুহর স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও এক নাতি মারা যান। ওই সময় তিনি গাজা থেকে ইসরায়েলি হামলার সরাসরি সংবাদ সম্প্রচার করছিলেন।

ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। গত ১৩ অক্টোবর ইসরায়েলের দিক থেকে ছোড়া ট্যাংকের গোলার আঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত ও আরও ছয় সাংবাদিক আহত হন।

এদিকে সাংবাদিকদের আন্তর্জাতি সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট দাবি করেছে, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার থেকে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত ৩১জন সাংবাদিক নিহত হয়েছেন। নিউ ইয়র্কভিত্তিক সংগঠনটি জানিয়েছে, নিহত সাংবাদিকদের মধ্যে ২৬জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি ও একজন লেবানিজ রয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজা উপত্যকা নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দুই মাসের বেশি সময় ধরে চলা গাজা অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৫০ হাজার ৫৯৪ জন।