ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরও শাণিত হোক: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরও শাণিত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১৬ ডিসেম্বর) তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘বিজয় শোভাযাত্রা’ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা সমাজের আলোকবর্তিকার মতো। আগামী জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে দেশ কি এগিয়ে যাবে না কি বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানে পিছিয়ে যাবে। তাই সাংবাদিকদের আহ্বান জানাবো, জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে আপনারা কলম ধরেছেন, বক্তব্য দিচ্ছেন, এ সবই আরও শানিত হোক। আমরা যদি সবাই একযোগে এই সন্ত্রাস, নৈরাজ্য, বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলি, বাংলাদেশ থেকে এগুলো নির্মূল হতে বাধ্য।

সভাপতির বক্তব্যে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আজকে আমাদের সামনে প্রশ্ন এসেছে আমরা অসাম্প্রদায়িক চেতনার সাম্যের বাংলাদেশের পক্ষে থাকব? না কী সাম্প্রদায়িক বিষবাষ্পের বাংলাদেশের পক্ষে থাকব। আমরা কি প্রগতিশীল অগ্রসর বাংলাদেশের পক্ষে থাকব? না পশ্চাৎপদ বাংলাদেশের পক্ষে? আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সংগ্রামে অবস্থান করব।

ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের পক্ষে থাকব। অনেক অপপ্রচার হচ্ছে। দেশি বিদেশি অপশক্তি তৎপরতা চালাচ্ছে। আমরা সতর্ক থাকব।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আন্দোলনের নামে যারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। আমরা ভোট দিতে যাব। আর যারা ভোট প্রতিহত করার চেষ্টা করবে তাদের ব্যাপারে সতর্ক থাকব।

ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য দুলাল খান, আসাদুর রহমান, আনোয়ার হোসেন, রেহানা পারভীন, সফিকুল করিম সাবু, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

এর আগে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরও শাণিত হোক: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরও শাণিত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১৬ ডিসেম্বর) তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘বিজয় শোভাযাত্রা’ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা সমাজের আলোকবর্তিকার মতো। আগামী জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে দেশ কি এগিয়ে যাবে না কি বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানে পিছিয়ে যাবে। তাই সাংবাদিকদের আহ্বান জানাবো, জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে আপনারা কলম ধরেছেন, বক্তব্য দিচ্ছেন, এ সবই আরও শানিত হোক। আমরা যদি সবাই একযোগে এই সন্ত্রাস, নৈরাজ্য, বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলি, বাংলাদেশ থেকে এগুলো নির্মূল হতে বাধ্য।

সভাপতির বক্তব্যে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আজকে আমাদের সামনে প্রশ্ন এসেছে আমরা অসাম্প্রদায়িক চেতনার সাম্যের বাংলাদেশের পক্ষে থাকব? না কী সাম্প্রদায়িক বিষবাষ্পের বাংলাদেশের পক্ষে থাকব। আমরা কি প্রগতিশীল অগ্রসর বাংলাদেশের পক্ষে থাকব? না পশ্চাৎপদ বাংলাদেশের পক্ষে? আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সংগ্রামে অবস্থান করব।

ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের পক্ষে থাকব। অনেক অপপ্রচার হচ্ছে। দেশি বিদেশি অপশক্তি তৎপরতা চালাচ্ছে। আমরা সতর্ক থাকব।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আন্দোলনের নামে যারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। আমরা ভোট দিতে যাব। আর যারা ভোট প্রতিহত করার চেষ্টা করবে তাদের ব্যাপারে সতর্ক থাকব।

ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য দুলাল খান, আসাদুর রহমান, আনোয়ার হোসেন, রেহানা পারভীন, সফিকুল করিম সাবু, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

এর আগে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।