জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- আপডেট সময় : ০৭:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শনিবার সকাল ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সাভারের উদ্দেশে রওয়ানা হন বিএনপি নেতারা। বেলা পৌনে ১০টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, আমিনুল ইসলাম প্রমুখ অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আসন্ন সংসদ নির্বাচনের ফলাফল লেখা হয়ে গেছে, ৭ই জানুয়ারি শুধু ঘোষণা হবে।
মঈন খান বলেন, নির্বাচনের নামে সিট ভাগাভাগি চলছে। ধোঁকাবাজি করে সরকার ক্ষমতায় টিকতে পারবে না। আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে।
তিনি বলেন, কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের নামে তামাশা শুরু করেছে।
বিএনপির এই নেতা বলেন, লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না। গণতান্ত্রিক উপায়েই বিএনপি রাজপথে ছিল এবং থাকবে।
এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে এখন নির্বাচন নির্বাচন খেলা চলছে। নির্বাচনের নামে যে খেলা চলছে, তার ফল ঢাকায় বসে লেখা হচ্ছে।