ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিবিরের র‍্যালিতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫৩তম বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে এই র‍্যালি শুরু হয়। তবে র‍্যালির শেষদিকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ছাত্রশিবিরের কর্মীদের ধাওয়া দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। সেই সঙ্গে পুলিশ ১১ জনকে আটক করে নিয়ে যায় বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

এদিন বিজয় দিবসের বর্ণাঢ্য এই র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম এ জামান এবং সেক্রেটারি সালাহ উদ্দীন।

তবে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের র‍্যালিতে পুলিশ, যুব ও ছাত্রলীগের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা। সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ড. মুহাম্মদ রেজাউল করিম যৌথ বিবৃতিতে বিজয় র‍্যালিতে হামলার ঘটনায় এই নিন্দা জানানোর পাশাপাশি আটকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

এদিকে, শনিবার রামপুরায় বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা। এই র‍্যালিতে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি সালাহ উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

শিবিরের র‍্যালিতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া

আপডেট সময় : ০৭:১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

৫৩তম বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে এই র‍্যালি শুরু হয়। তবে র‍্যালির শেষদিকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ছাত্রশিবিরের কর্মীদের ধাওয়া দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। সেই সঙ্গে পুলিশ ১১ জনকে আটক করে নিয়ে যায় বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

এদিন বিজয় দিবসের বর্ণাঢ্য এই র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম এ জামান এবং সেক্রেটারি সালাহ উদ্দীন।

তবে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের র‍্যালিতে পুলিশ, যুব ও ছাত্রলীগের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা। সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ড. মুহাম্মদ রেজাউল করিম যৌথ বিবৃতিতে বিজয় র‍্যালিতে হামলার ঘটনায় এই নিন্দা জানানোর পাশাপাশি আটকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

এদিকে, শনিবার রামপুরায় বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা। এই র‍্যালিতে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি সালাহ উদ্দীন।