ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস ভারতের

- আপডেট সময় : ০৭:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৪৬৮ বার পড়া হয়েছে

আজ মহান বিজয় দিবস। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাবের ৫২ বছর পূর্তি আজ। দেশের সব প্রান্তে নানা আয়োজনে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি বছরের মতো আজও শহীদ জুয়েল একাদশ বনাম শহীদ মুশতাক একাদশের মধ্যকার ম্যাচ আয়োজন করেছে।
বাংলাদেশের বিশেষ দিনটি ভারতের ক্রীড়াঙ্গনেও স্মরণীয় হয়ে থাকবে আজ থেকে। ভারতের নারী ক্রিকেট দল আজ বিশ্বরেকর্ড গড়ে হারিয়েছে ইংল্যান্ডকে।
মুম্বাই টেস্ট শুরু হওয়ার আগেই সবাই বলছিল, এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে ভারত ফেবারিট। ঘরের মাঠে খেলছেন হারমানপ্রীত কৌররা। গত কিছুদিন দারুণ খেলা ভারতের একটাই ঘাটতি, টেস্ট ক্রিকেটে খুব একটা নিয়মিত নয় তারা।
কিন্তু মুম্বাইয়ে প্রথম দিনেই ম্যাচের নাগাল নিয়ে নেয় ভারত। আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম দিনে ৪১ রান তুলে ফেলে ভারত। সাথিশ শুভা, জেমিমাহ রদ্রিগেজ, যস্তিকা ভাটিয়া ও দীপ্তি শর্মার ফিফটিতে ৪২৮ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে দীপ্তি শর্মার স্পিন ইংল্যান্ডের নাভিশ্বাস তুলে ফেলে। মাত্র ৭ রান দিয়ে দীপ্তির ৫ উইকেট ইংল্যান্ডকে ১৩৬ রানে গুটিয়ে দেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তুলে গতকাল ইনিংসের সমাপ্তি টানে স্বাগতিক দল।
জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। নারী ক্রিকেটে এটাই সর্বোচ্চ লক্ষ্য নিয়ে নামার রেকর্ড। এর আগের রেকর্ড ছিল ৪১০ রানের। ১৯৯৮ সালে পাকিস্তানের দিকে এই লক্ষ্য ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। মেয়েদের টেস্টে তাড়া করে জেতার রেকর্ড অবশ্য এই লক্ষ্যের ধারেকাছেও নেই। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।
ছেলে ও মেয়েদের ক্রিকেটের বিশ্বরেকর্ডের লক্ষ্য পেয়ে ইংল্যান্ড আজ গুটিয়ে প্রথম সেশনেই। মাত্র ২৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট ইংল্যান্ড। এবার ৩২ রানে ৪ উইকেট দীপ্তির। ভারত পেয়েছে ৩৪৭ রানের রেকর্ড গড়া জয়। পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ৩০৯ রানের জয় এখন দুইয়ে।